শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি জাতীয় নির্বাচনে অংশ না নিলে এদেশে অরাজকতা সৃষ্টি হতো, বললেন কাজী ফিরোজ রশিদ

রুহুল আমিন : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, জাতীয় পার্টি ২০১৪ ও ২০১৮ সালের দুইটি জাতীয় নির্বাচন না করলে এ দেশে কোনো নির্বাচন হতো না। তখন দেশে একটি অগণতান্ত্রিক শক্তি আসতো। যা দেশের জন্য কখনোই ভালো হতো না। তখন দেশে অরাজকতা ও সন্ত্রাসীর তাণ্ডব বয়ে যেতো।

রোববার ডিবিসি টেলিভিশনের রাজকাহন অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রের ধারা বজায় রেখেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হলেন সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি জেল জুলুম অন্যায় অত্যাচার সব কিছু সহ্য করে আজ এ দলটিকে আগের চেয়ে এখন অনেক শক্তিশালি করেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টিকে ছাড়া এ দেশে গণতন্ত্রের ধারা বজায় রাখা সম্ভব নয়। এ দলটি এ দেশের মূল চালিকা শক্তি বজায় রেখেছে। জাতীয় পার্টি গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী বিধায় আজ দেশের স্থিতিশীলতা বজায় আছে। যদিও ২০১৪তে নির্বাচন করে পরে আমাদের দলের চেয়ারম্যান সন্তুষ্ট ছিলেন না। কিন্তু কেনো সন্তুষ্ট ছিলেন না এটা এখন বলবো না। একথা পরে আমরা প্রকাশ করবো। একথা জাতির ইতিহাসে লেখা থাকবে।

তিনি আরো বলেন, জি এম কাদের চেয়ারম্যান হবার যোগ্য না। তিনি আগে শিক্ষগতা করতেন তাকে এরশাদ স্যার দলে নিয়ে এসেছিলেন দল ভালো মতো পরিচালনা করার জন্য। কিন্তু উনি তা করতে পারেন নাই। তাই রওশন ম্যাডামকে দলের মূল দায়িত্বে আনা হয়েছে। জাতীয় পার্টি বৃহৎ একটি দল। এ দলে পরিবর্তন হবেই। এটা নিয়ে আমরা চিন্তিত নয়। জাতীয় পার্টি উপজেলার প্রতিষ্ঠাতা করেছেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এদেশ অনেক উন্নত হয়েছিলো। তখন দেশের মানুষ শান্তিতে ছিলো। কাজেই জাতীয় পার্টি ও হুসেইন মুহাম্মদ এরসাদ স্যারকে জনগণ কখনো ভুলতে পারবেন না।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি জাতীয় নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগ এদেশের উন্নয়ন করতে পারতো না। এ উন্নয়নের ভাগিদার আওয়ামী লীগ একা নয়। এতে জাতীয় পার্টিও অংশীদার। কিন্তু তারা আমাদের যথাযথ মূল্যায়ন করে নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়