শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণচরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্ট  : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপনের (৫০) বিরুদ্ধে এক ছাত্রীকে (১১) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহাদাত হোসেন স্বপন বিদ্যালয়ের পাশের একটি কক্ষে বসবাস করে। কর্মরত অবস্থায় বিভিন্ন সময় সে বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে রান্নাসহ তার নিজস্ব কাজ করাতো।

এর সূত্র ধরে গত ৫ মার্চ ওই ছাত্রীকে বলে পরের দিন বিশেষ কাজ আছে যেন সে তাড়াতাড়ি বিদ্যালয়ে আসে। শিক্ষকের কথামতো সকাল ৮টা ৩৫মিনিটে বিদ্যালয়ে চলে আসে ওই ছাত্রী। পরে স্বপন তার কক্ষে নিয়ে ওই ছাত্রীকে কোলে বসিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে সে শিক্ষকের হাত থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।

মামলার বিবরণ সূত্রে আরও জানা গেছে, এরপর থেকে সে বাড়িতে চুপচাপ থাকতো। বিদ্যালয়ে যাওয়ার কথা বললে কান্না করতো। পরে জিজ্ঞাসাবাদে সে পরিবারের লোকজনকে ঘটনা খুলে বলে। ঘটনায় আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে তারা মামলা করে।

অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক স্বপন ছাত্রীদের দিয়ে বাইরে থেকে খাবার পানি আনতো। পরে সে ছাত্রীদের জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতো এবং তাদের মুখে ও ঠোঁটে চুমু দিতো। এইভাবে প্রতিনিয়িত বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদেরকে যৌন হয়রানি করতো।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, প্রধান শিক্ষক শাহদাত হোসেন স্বপনের বিরুদ্ধে অভিযোগটি তিনি শুনেছেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক থাকলেও অভিযুক্ত প্রধান শিক্ষক স্বপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়