শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে কাজ করতে চাই, বললেন গোলাম রাব্বানী

জিয়ারুল হক :  ডাকসুর  নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, সাধারণ ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। ৭ মার্চ ভবন হয়েছে, সুফিয়া কামাল হল হয়েছে, জয়বাংলা ভবন হয়েছে। প্রতিটি হলে কাজ করার জন্য ২২০০ কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার এটিএন নিউজের এক্সট্রা আওয়ার অনুষ্ঠানে নবনির্বাচিত ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এসব কথা বলেন।

তিনি বলেন , আমিও এসে ডাবলিং থেকেছি। আমার পুরা হল জীবন একরুমে আটজন থেকেছি। আশা করি খুব শিঘ্রই সমস্যা মিটাতে পারবো। খাবারের মান নিয়ে প্রশ্ন আছে, আমরা নিজে গিয়ে এস এম হলে গিয়ে পর্যবেক্ষণ করেছি। খাবারের মানে কোন ধরনের অনিয়ম মানা হবে না। বাসী খাবার দিতে পারবে না। একই সঙ্গে সকল ক্যান্টিনের মালিকদের ডেকে নিয়ে আমরা বসবো এবং রাজনৈতিক পরিচয়ে টাকা না দিয়ে খাওয়া বন্ধ করবো।

তিনি বলেন, প্রতিটি হলে আমরা মিনি মেডিসিন কর্ণার ও একজন করে মেডিকেল অফিসার নিয়োগ করবো। সমস্ত হলের নিয়মে সামঞ্জস্য আনার কথা বলেন রাব্বানী। মেয়েদের হলে ঢোকার সময়ে পরিবর্তন আনতে চান তিনি। এছাড়া এক হলের মেয়ে অন্য হলে যেতে পারবে না এমন আইন রাখতে চান না। তিনি বলেন, প্রতিটি হলের সম্প্রসারণে প্রকল্প হাতে নেয়া হয়েছে। আবাসিক সংকট। হলের লিফট খোলা থাকবে ২৪ ঘন্টা। মায়েদের প্রবেশ বন্ধ ছিলো সেটি চালু করেছি। আন্তরিক একজন ডাকসু ভিপি পেয়েছি, আশা করি আমরা এক সঙ্গে কাজ করে সকল সমস্যা সমাধান করতে পারব।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য আমি ছাত্র রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অনুক‚ল পরিবেশ বিরাজ করছে। আমি ডাকসুর জিএস হিসেবে বলছি বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে শিক্ষার্থীদের কোন প্রতিবন্ধকতা থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়