শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা

যতীন সরকার : স্বাধীনতার ৪৬ বছরে আমাদের অর্জন অনেক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কৃষিতে অর্জন যথেষ্ট হয়েছে। ৭ কোটি লোক থাকতে যেখানে অভাব মন্দা ছিল, এখন ১৬ কোটি লোকের দেশেও সেটি নেই। বরং আমরা রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি। প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। আমাদের কৃষক সন্তানরাই এই অর্জনের বড় কারিগর। তারা অক্লান্ত শ্রম দিয়ে অর্জন করছে বৈদেশিক মুদ্রা। সমৃদ্ধ করছে আমাদের অর্থনীতি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কাক্সিক্ষত উন্নতির দিকে।

সমাজ এগিয়ে গেলেও, সমৃদ্ধ হলেও এখানে যে পরিমাণে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেটা স্বাধীনতার মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী। আজকে ব্যবসায়ীদের এত প্রাধান্য হয়ে গেছে এবং সেই ব্যবসাও আসলে লুটপাটতন্ত্র ছাড়া আর কিছুই না। এ সমস্ত জিনিসগুলোর সূত্র ধরেই তৈরি হয়েছে ধর্মতন্ত্রে জঙ্গিবাদ এবং এটাকে কোনোমতেই সামাল দেওয়া যাচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের স্বাধীন দেশে নেতিবাচক দিক। এভাবেই আমি অর্জন এবং ব্যর্থতা বা অপ্রাপ্তিকে দেখি।

বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ভবিষ্যতে উজ্জ্বলের বিষয়ে আমরা অনেক বলতে পারি। কিন্তু এই যে নেতিবাচক দিকগুলো আমি উল্লেখ্য করলাম। সেই নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধে যদি একটি প্রচ- গণ-আন্দোলন সৃষ্টি করা না যায় বা সামাজিক আন্দোলন গড়ে না তোলা যায়, তাহলে আমাদের সম্ভাবনা সুদূর পরাহত হয়ে যাবে।
বাংলাদেশের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জগুলো হচ্ছেÑ এই যে লুটপাটতান্ত্রিক বিস্তার বৈষম্যের বিস্তার। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এটিকে প্রতিহত করতে হবে।

পরিচিতি: গবেষক ও শিক্ষাবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়