শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেসিসির ১২ কাউন্সিলর যোগ দিলেন আ’লীগে

শরীফা খাতুন শিউলী : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বর্তমান ও সাবেক ১২ জন কাউন্সিলর আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ।

রোববার বিকেলে মহানগরীর হাদিস পার্কের আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

যোগ দেওয়া কাউন্সিলরদের মধ্যে ৮ জন সাবেক ও বর্তমান বিএনপি নেতা, বাকি ৪ জন স্বতন্ত্র হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া কাউন্সিলরা হলেন কেসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডের এইচ এম ডালিম, ১২ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান মনির, ১৬ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০ নম্বর ওয়ার্ডের শেখ গাউসুল আজম।

বিএনপি নেতাদের মধ্যে শেখ হাফিজুর রহমান, আনিসুর রহমান বিশ্বাসকে আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিলো। শেখ গাউসুল আজম নিজে বিএনপি থেকে পদত্যাগ করলেও পরে বিএনপির মনোনয়ন নিয়েই কাউন্সিলর পদে বিজয়ী হন। বাকিরা মহানগর ও থানা বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।

এছাড়া স্বতন্ত্র ভাবে নির্বাচন করে জয়ী ৪ কাউন্সিলর হলেন ২৩ নম্বর ওয়ার্ডের ইমাম হাসান চৌধুরী ময়না, ২৬ নম্বর ওয়ার্ডের গোলাম মওলা শানু, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আরিফুল ইসলাম মিঠু এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরা আকতার। এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ ইউনুস সরদারও আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

কেসিসির ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে বিগত নির্বাচনে ৯ বিএনপি নেতা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৩ জন ছাড়া বাকি ৬ জন আওয়ামী লীগে যোগ দিলেন।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপি সোমবার প্রতিক্রিয়া জানাবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়