শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএস-এ যোগ দেয়া বিদেশি যোদ্ধাদের ফেরত নিতে বিশ্বকে কুর্দী বাহিনীর আহ্বান

লিহান লিমা: সিরিয়ায় আটককৃত আইএসযোদ্ধাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সিরিয় ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) বা কুর্দী বাহিনী। রোববার এসডিএফ জানায়, এই যোদ্ধারা টাইম-বোমার মতোই বিপজ্জনক, আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে এদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ডেইলি মেইল, ফ্রান্স২৪

এর আগে শনিবার কুর্দী বাহিনীর বৈদেশিক নীতি বিষয়ক কর্মকর্তা আবদেল করিম ওমর আইএস-এর খেলাফতের সম্পূর্ণরুপে পরাজয়ের কথা ঘোষণা করেন। রোববার তিনি বলেন, আইএস পরাজিত হলেও আটককৃত এই বিদেশি নাগরিকরা এখনো বৃহত্তর হুমকি।

ওমর আরো বলেন, ‘গ্রেপ্তারকৃত বন্দিরা শুধু ইরাক বা সিরিয়ার নয়, এখানে ৫৪টি দেশের শত-সহ¯্র যোদ্ধা, নারী ও শিশুরা রয়েছে। যারা আমাদের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় বোঝা ও বিপজ্জনক।’ তিনি জানান, বাঘিয়ুজ অভিযানের পর থেকে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখানেই আইএস-এর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ছিলো। এই পর্যন্ত এসডিএফ উত্তরপূর্ব সিরিয়ার আল হৌল ক্যাম্প থেকে কমপক্ষে ৭৪ হাজার সন্দেহভাজন আইএস যোদ্ধাকে আটক করেছে।

সর্বশেষ, কুর্দী বাহিনী আইএসএর খিলাফতের পরাজয় ঘোষণা দেয়ার পর এই জিহাদীদের ভবিষ্যত একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ দেশ সম্ভাব্য নিরাপত্তা সংকট দেখিয়ে তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। আবার অনেক দেশ ইতোমধ্যেই আইএসএ যোগ দেয়া ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করেছে।

আবদেল করিম ওমর বলেন, ‘এই ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। এখানে হাজারো শিশু রয়েছে যারা কি না আইএসএর মতাদর্শে বড় হয়েছে। যদি এই শিশুরা পুনরায় মূল সমাজের সঙ্গে মিশতে না পারে তবে ভবিষ্যতে সম্ভাব্য সন্ত্রাসীর তালিকায় তাদেরই নাম থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়