শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় গণ-অভ্যুত্থানে সরকারের পতন হবে: দুদু

শিমুল মাহমুদ : বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পতনের এক সপ্তাহ আগে স্বৈরাশাসক আইয়ুব খান, হুসেইন মুহম্মদ এরশাদ বুঝে নাই, তার পতন হবে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুঝতে পারছেন না। হঠাৎ করে তিনি দেখবেন তার পতন হয়ে গেছে। দেশের সব জনগণ রাস্তায় নেমে এসেছে। এটা হবে দেশের তৃতীয় গণ-অভ্যুত্থান। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, নির্বাচন কি জিনিস ব্রিটিশ আমল, পাকিস্তান আমলে মানুষ দেখেছে। শেখ হাসিনার আমলে নির্বাচন নামে যে নির্বাচনের নামে তামাশা হয়েছে এর আগে কোন সরকারের আমলে মানুষ দেখেনি। নির্বাচন নিযে তামাশা হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, ব্রিটিশ কেউ পারেনি। কিন্তু শেখ হাসিনা পেরেছে।

আইনের শাসন থাকায় রাস্তায় হত্যা বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার বেগম জিয়াকে সারা জীবন জেলে রাখবে এটা সম্ভব না। কোনোকালেই সম্ভব নয়। সামরিক ভাবে আটকে রাখতে পারেন। তিনি বের হবেন, শুধু বের হবেন না। আইনের শাসন প্রতিষ্ঠা করবে।

কৃষক দলের আহবায়ক বলেন, যে পার্লামেন্টের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। সেই পার্লামেন্ট এখন দুর্নীতির প্রতীক। এই পার্লামেন্ট বঙ্গভবন, গণভবন প্রশ্নের মুখে। বর্তমানে যারা পার্লামেন্টে আছেন, তাদের স্ত্রী,সন্তান তাদের দিকে তাকিয়ে মনে মনে বলে চোরটা আবার ঘরে এসেছে।

তিনি বলেন, ডিজিটাল প্রধানমন্ত্রী, গায়ের জোরে সবকিছু দেখতে পারেন। বিএনপি'র নেতা-কর্মীদের কিভাবে জেলে ডুকাতে হয়। নির্যাতন করতে হয় তা দেখতে পারেন। কিন্তু শিক্ষকদের যে সমস্যা তার নজরে আসেনা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নাই। বেগম জিয়া, তারেক রহমান আছে। বিএনপি আছে, দেশের মানুষ তাদের উপর ভরসা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

শামসুজ্জামান দুদু,আমাদের শিক্ষকরা যারা মানুষ গড়ার কারিগর। তারা প্রায় এক সপ্তাহ ধরে শিক্ষা মন্ত্রী সাথে কথা বলার চেষ্টা করছে। প্রেসক্লাবের সামনের রাত্রিযাপন করছেন। অথচ শিক্ষামন্ত্রী ১৫/২০ হাত দূরে থেকেও শিক্ষকদের কথা শুনছেন না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের যুগ্ন-আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন বাচ্চু,আজম খান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়