শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল অপারেশনে ঠাকুরগাঁওয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ

নিতিশ চন্দ্র বর্মন : ঠাকুরগাঁওয়ে ভুল অপারেশনে আতিকা (১০) নামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের এলিজা নার্সিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এদিকে অপারেশকারী দুই ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহত শিশুটির পরিবার ।

নিহত শিশু আতিকা বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের গোয়ালকারী গ্রামের আতিকুর রহমানের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ১৬ দিন আগে আতিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে ইজি বাইকের ধাক্কায় তার পা ভেঙ্গে যায়। গত ১৩দিন ধরে বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর গত ৩দিন আগে বৃহস্পতিবার শহরের এলিজা নার্সিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টারে অপারেশনের জন্য আতিকাকে ভর্তি করা হয়। শনিবার দুপুরের পর এলিজা নার্সিং হোমের ডাক্তার আবু বক্কর সিদ্দিক ও এনেসতেশিয়া ডাক্তার মনির শিশুটি অপারেশ করান। ৩ ঘন্টা অপারেশনের পর শিশুটিকে মৃত বের করা হয় অপারেশন থিয়েটার থেকে। পরে অবস্থা বেগতিক দেখে দুই ডাক্তারই হাসপাতাল থেকে পালিয়ে যান। আর ক্লিনিক কর্তৃপক্ষ শিশুর পরিবারকে ভুল বুঝিয়ে মৃত দেহটি দিয়ে দেয়।

নিহত আতিকার বাবা আতিকুর রহমানের অভিযোগ ভুল চিকিৎসা ও অপারেশনে তার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তার সঠিক ভাবে এনেসতেশিয়া না দিতে পারায় তার শিশুর মৃত্যু হয়েছে। অপারেশনের জন্য নয়। পায়ের অপারেশনের জন্য কোন শিশুর মৃত্যু হয়না বলেও অভিযোগ করেন তিনি। এসময় অপারেশকারী দুই ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার জন্য তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে অপারেশকারী ডাক্তার আবু বক্কর সিদ্দিক কে রোববার দুপুরে মুঠোফোনে শিশুর মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, আমি খুব ব্যস্ত এখন। অপারেশন থিয়েটারে আছি। পরে কল দিয়েন বলেও ফোন রেখে দেন তিনি।

আরেক এনেসতেশিয়া ডাক্তার ডা. মনির কে বারবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

তবে এলিজা নার্সিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে শিশুটির পরিবার এখনও থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা আবু মো. খয়রুল কবির রোববার দুপুরে জানান, বিষয়টি শুনে শনিবার রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৩ কার্য দিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদে্ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়