শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু তার মর্যাদা হারিয়েছে, সাবেক ভিপি পদ প্রত্যাহার করতে পারি, বললেন মুজাহিদুল ইসলাম সেলিম (ভিডিও)

সারোয়ার জাহান : এতোদিন ডাকসুর যে মর্যাদা ছিল এই নির্বাচনের ফলে ডাকসু সেই মর্যাদা হারিয়েছে। যদি এতোদিনের ডাকসুর মর্যাদার সাথে এই ডাকসুর মর্যাদা সমান্তরালের চেষ্টা করা হয় তাহলে নিজের সাবেক ডাকসু ভিপি পদটি প্রত্যাহার করার চিন্তা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম।

এক সাক্ষাতকারে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখা, লাইব্রেরি ওয়ার্ক, সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়া যেমন তার অধিকার, তেমনি তার মেধা বিকাশের জন্য সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করাও অন্যতম অধিকার। কিন্তু ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে শিক্ষর্থীদের সেই অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যে সিন্ডিকেট এতোদিন সন্ত্রাস, চাঁদাবাজি করে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছিল। সেই সিন্ডিকেটই নির্বাচনে ছলচাতুরি করে তাদের প্যানেলকে জয়ী করেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি। সেজন্য এই সংসদকে অতীতের সংসদগুলোর সাথে সমান্তরালের মর্যাদা দেয়া যায় না।

তিনি আরো বলেন, আগে শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিক্ষকরা বুক পেতে দিতেন। কিন্তু এখন কেউ কেউ শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য কাজ করে যাচ্ছে। উনসত্তরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ড. জোহা ইপিআরের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়