শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে শৃঙ্খলা ফেরাতে ১১১টি সুপারিশ, ৪ এপ্রিলের মধ্যে মন্ত্রণালয়ে পেশের সিদ্ধান্ত

সাজিয়া আক্তার : সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে 'রোড সেফটি সেল' গঠণের প্রস্তাবসহ ১১১টি সুপারিশসহ খসড়া প্রতিবেদন প্রণীত হয়েছে। তিন মেয়াদে বাস্তবায়নাধীন সুপারিশগুলো ৪ঠা এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা হবে। ডিবিসি টিভি

গেল জুলাই মাসে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়ক আন্দোলন তীব্রতর হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা ২৭শে ফেব্রুয়ারি পরিবহণ মালিক, শ্রমিক, পুলিশ, গবেষক ও বিআরটিএসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ১৫ সদস্যের কমিটি বর্তমানে ২২ তা জন।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও ২০১১ সালে গঠিত আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন কমিটির সুপারিশসহ সেব ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে।

সড়ক নিরাপত্তায় জোর দেয়া, অবকাঠামো উন্নয়ন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, জনসাধারণে সচেতনতা তৈরি, প্রশিক্ষিত চালক তৈরি।

নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে উনার দপ্তরের সিনিয়র কাউকে দিয়ে একটি কমিটি গঠন করা উচিত। কারণ সড়ক দুর্ঘটনা সংক্রান্ত অনেকগুলো মন্ত্রণালয় আছে, সে মন্ত্রণালয় গুলো একসাথে কাজ করলে কাজে সামঞ্জস্য থাকে না। এছাড়া যেকোন সিদ্ধান্ত গ্রহণেও জটিলতার মুখোমুখি হতে হয়।

সড়কে শৃঙ্খলার সুপারিশ কমিটির সভাপতি শাজাহান খান বলেন, আমরা একটি ভালো সুপারিশ দেব। সুপারিশগুলো বাস্তবায়নের একাধিক টাস্কফোর্সও তৈরি করে দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়