শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমি আমার আজ, তুমি আমার আগামীকাল, তুমি আমার সব

স্পোর্টস ডেস্ক : জীবনের ৩২ বসন্ত পার করে ৩৩-এ পা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরা। এই দিনে প্রিয়জনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাকিব।

সাকিবের জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির স্বামীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন।
আজ দুপুরে ১২টায় ফেসবুকে দেয়া আবেগঘন স্ট্যাটাসে শিশির লেখেন- ‘তুমি আমার আগামীকাল, তুমি আমার আজ। তুমি আমার সব।
যখন আমাদের প্রথম সাক্ষাৎ হয় সেটি প্রথম দেখায় ভালোবাসা ছিল না, এটি ছিল অনন্তকালের ভালোবাসা, যা কিছুই হোক না কেন এটি ছিল এক অপরকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি। একসঙ্গে বড় হওয়ার জন্য আমার জীবনে তুমি সর্বদাই ঢাল হিসেবে দাঁড়িয়ে আছ পাথরের স্তম্ভের মতো। তুমি জন্মেছ শক্তিশালী হয়ে। সোনালি হৃদয়ের মানুষ তোমাকে শুভ শুভ জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি।

জন্মদিনে স্ত্রী শিশিরের কাছ থেকে পাওয়া এই শুভেচ্ছায় সাকিবের মনোবল বেড়ে যাবে কয়েক হাজার গুণ।

সাকিব-শিশির গাঁটছড়া বাঁধেন ২০১২ সালে। বিয়ে করার জন্য বেছে নেন ১২-১২-১২ তারিখকে। ২০১৫ সালের ৮ নভেম্বর দুজনের ঘর আলো করে এসেছিল তাদের প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি। শিশির-অব্রিকে নিয়েই সাকিবের সুখের সংসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়