শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ভোটকেন্দ্র নিরোত্তাপ ভোট

বিল্লাল হোসেন: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। ভোটার না থাকায় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের অলসভাবে সময় কাটাতে দেখা গেছে।

উপজেলার এমসিএম হাই স্কুল ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার না থাকায় দুই আনসার সদস্য মোবাইল ফোনে গেমস খেলছেন। এখানে ভোটার সংখ্যা ৩ হাজার ২শত। এর মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ২শ ভোট কাস্ট হয়েছে।

কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ কেন্দ্রে ভোটার ১৮৫৯ জন। বেলা পৌনে ২টা পর্যন্ত ৩শ জন ভোটার ভোট প্রদান করেছেন বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মতিন ।

কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আক্তারুজ্জামান জানান, এ কেন্দ্রে ২ হাজার ৪৭ জন ভোটারের মধ্যে আড়াইটা পর্যন্ত প্রায় সাড়ে ৪শ ভোট কাস্ট হয়েছে।

বালীগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার লিটন আহমেদ জানান, এখানে ২ হাজার ৭৪৬জন ভোটারের মধ্যে পৌনে ৩টা পর্যন্ত সাড়ে ৩শ ভোট কাস্ট হয়েছে।

বালীগাঁও উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফুর রহমান জানান, এ কেন্দে ভোটার সংখ্যা ২ হাজার ৬৯৩ জন। ৩টা পর্যন্ত ৩শ ভোট পড়েছে।

বালীগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার গোলাম কিবরিয়া বিপু জানান, তিনি শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে ভোট প্রয়োগ করেছেন। একই কেন্দ্রের ভোটার শওকত আকবর কনক জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি একটু কম। তবে বিকেলে একটু বাড়ার সম্ভাবনা আছে।

উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর জানান, এ উপজেলায় রয়েছে ৯০টি ভোট কেন্দ্র। আর ওই পরিমান কেন্দ্রে মোট ২ লক্ষ ১৪ হাজার ৩৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে ৯০ জন প্রিজাইডিং, ৫৩৮ জন সহকারী প্রিজাইডিং ও ১০৭৬ জন পোলিং অফিসার ভোট গ্রহন করছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আ’লীগ মনোনীত মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী এ্যাড. মাকসুদুল আলম খান মাসুদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এখন শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী শর্মিলা রোজারিও (ফুটবল) এবং শর্মিলী দাস মিলি (কলস) প্রতিদ্বন্ধিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়