শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্ন ফাঁসের ভয় বাদ দিয়ে পড়ায় মনোযোগী হও, এইচএসসি পরিক্ষার্থীদের পরামর্শ শিক্ষাবিদদের

নুর নাহার : প্রস্তুতির শেষ পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীরা। আগের পড়াগুলো ঝালিয়ে নিচ্ছেন শেষ মুহূর্তে। তারপরও প্রশ্নফাঁস বা ভুল প্রশ্ন সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী-অভিভাবকদের। বোর্ড বলছে, প্রশ্ন ছাপা বা বিতরণে এবার আরো কঠোর হয়েছে সরকার। শিক্ষার্থীদের অন্য কিছু না ভেবে পড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। চ্যানেল ২৪

এইচএসসি পরীক্ষার্থীদের স্বপ্ন সাফল্যের সাথে পেরোবে কলেজ গন্ডি। ভালো ফল করে এগিয়ে যাবেন উচ্চশিক্ষার পথে। কিন্তু, সেই বন্ধুর পথে সবচেয়ে বড় শঙ্কা প্রশ্নফাঁস। এমন কয়েক লাখ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরাও একই শঙ্কা।

তারা বলেন, প্রতিবছর প্রশ্ন ফাঁস হয়, যার ফলে আমাদের খুব চাপের মুখে পড়তে হয়। আমরা প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা প্রত্যাশা করি। যদি প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা হয়, তাহলে কাঙ্খিত ফলাফল পাবো।

প্রশ্নফাঁসে শিক্ষার্থীদের কথা ভেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আবুল এহসান বলেন, গত পরীক্ষাগুলোতে বেশ কিছু অনিয়ম হয়েছিলো। তাছাড়া ছাপানোতেও কিছু ভুল ছিলো। সে ব্যাপারে শিক্ষাবোর্ডের সতর্ক হওয়া দরকার। তিনি শিক্ষার্থীদের বলেন, ভালো করে লেখাপড়া ব্যতিত কিছু নেই।

এপ্রিলে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর অংশ নিচ্ছে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। এসএসসি ও ভোকেশনালে বাংলা, আলিমে কোরআন মাজীদ দিয়ে শুরু হবে এই পরীক্ষা। কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার অন্তত আধা ঘণ্টা আগে। সাথে নেয়া যাবে না কোনো ইলেকট্রোনিক ডিভাইস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়