শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পালেরমো সফর

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: শনিবার (২৩ মার্চ) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একদিনের সফরে পালেরমো গেছেন। ঐতিহাসিক এই সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মীনিসহ চীনা সরকারের ২০০ এর ও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই সফরকে কেন্দ্র করে পালেরমো শহর নিরাপত্তা চাদরে ডাকা রয়েছে এবং আগামীকাল পালেরমোর গুরুত্বপূর্ণ কিছু সড়কে যানচলাচল নিষিদ্ধ থাকবে।

ইতালীয়ান সংবাদ মাধ্যমের কাছ থেকে ইতালিতে তাঁর সরকারি সফরে অংশ হিসেবে আজ ২৪ ঘন্টার সফরে পালেরমো আসছেন বলে জানা যায় এব চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এই মেগা প্রকল্প বাস্তবায়নে ইউরোপ ও আমেরিকায় তাদের পণ্য পরিবহণের জন্য পালেরমোতে নতুন একটি বাণিজ্যিক গভীর সমুদ্রবন্দর তৈরির আগ্রহ প্রকাশ করেছে চীন। পালেরমো শহরের ৯ কিলোমিটার উপকূলকে কেন্দ্র করে ৫ বিলিয়ন ইউরোর সম্পূর্ণ চীনা সরকারের অর্থায়নে নির্মিত এই গভীর সমুদ্রবন্দরে বছরে ১৬ মিলিয়ন কন্টেইনার উঠানামা করবে বলে জানা যায়।

পালেরমো শহর ও তার আশেপাশে প্রায় ৬ হাজার চীনা মানুষের বসবাস এবং তাঁদের ৪০০ এর বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি এ অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পালেরমোর চীনা কমিনিউটি পক্ষ থেকে তাঁদের প্রেসিডেন্ট কে একটি গণসংবধনার আয়োজন করা হয়েছে। ছড়াও পালেরমো কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন বলে জানা যায়।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এবং পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভ জি ইন্টারনেট প্রকল্প ইউরোপের মাঠিতে বাস্তবায়নের লক্ষে ইউরোপ সফরে বের হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়