শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঠবাড়িয়ায় নৌকার প্রার্থীকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট : উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু (৪৮) ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনকে (৪৫) কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক ) রিয়াজুল ইসলামের সমর্থকেরা।

এ সময় আরও ৫ জনকে পিটিয়ে আহত করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। মঠবাড়িয়া উপজেলার বর্তমান আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ভাই এ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী।

জানা যায়, শনিবার রাত ১১টার দিকে নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু ,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনসহ তাদের সমর্থকেরা স্থানীয় টিকিকাটা এলাকা থেকে নির্বাচনী প্রচরণা শেষ করে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বসে কথা বলছিলেন। এমন সময় বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক ) রিয়াজুল ইসলামের সমর্থকেরা আওয়ামী লীগ অফিসে ঢুকে তাদের উপর হামলা চালায়।
এসময় নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনকে কুপিয়ে মারত্মক ভাকে জখম করে। তাদের উপর হামলা ঠেকাতে নৌকা প্রার্থীর সমর্থকেরা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নতর চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে স্থানন্তর করা হয় ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়