শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেটকারের জন্যই বাড়ছে যানজট

মো. তৌহিদ এলাহী : একটি বড় বাসে সর্বোচ্চ যাতায়াত করতে পারে ৫০ যাত্রী আর প্রাইভেটকারের ধারণ ক্ষমতা মাত্র ৪ জন। অথচ যাত্রী পরিবহন ক্ষমতা কম থাকলেও রাজধানীতে সড়কজুড়ে ছোটগাড়ি। একে যানজটের বড় কারন হিসেবে দেখছেন পরিবহন বিশেষজ্ঞ ও মালিক শ্রমিক নেতারা। বিআরটিএ বলছে ছোটগাড়ি নিবন্ধনে তাদের নিয়ন্ত্রন নেই। যমুনা টেলিভিশন।

শনিবার রাজধানীতে একটি সড়কের গিয়ে দেখা যায় পুরো রাস্তা জুড়ে ছোট গাড়ি। এর মধ্যে ছোট দীপের মত দাড়িয়ে থাকতে দেখা যায় বড় বাস। রাস্তায় যতটুকু স্থান দখল করে আছে ছোট গাড়িগুলো সেখানে যে কটা বাস দাড়াতে পারতো তাতে করে যাত্রী পরিবহণ করা যেত ৬০০র মতো। সে হিসেবে এখানে থাকা ছোট গাড়িগুলোর যাত্রীপরিবহন ক্ষমতা দেড়শোর বেশি হবে না।

রাজধানীতে যে পরিমাণ রাস্তা প্রয়োজন তা নেই। ২৫ ভাগের জায়গায় আছে মাত্র ৭ ভাগ। এই সাতভাগের বেশিরভাগই ছোট গাড়ির দখলে।

এ বিষয়ে এক প্রাইভেটকারের চালক বলেন, ‘দরকার লাগেনা তাও মালিক কিনে রাখছে। ছেলের একটা, মেয়ের একটা। তাছাড়া ২০০২ এর আগের গাড়িগুলো বাদ দিয়ে দিতে হয়।

বিআরটিএর তথ্যানুযায়ী রাজধানীতে প্রতিবছরই বাড়ছে ছোট গাড়ির নিবন্ধন। সব মিলিয়ে প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস সহ রাজধানীতে নিবন্ধিত ছোট গাড়ীর সংখ্যা ৪,৮২,২৮১টি। এর বিপরীতে বাস ও মিনিবাস আছে মাত্র ৪৪,০৬২টি।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘একটা শহরে কয়টা প্রাইভেটকার চলবে ? একটা পরিবারে পাঁচটা লোক থাকলে ছয়টা প্রাইভেটকার থাকে। আমাদের রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

ছোট গাড়ির নিবন্ধণ নিয়ন্ত্রণে না থাকলে আরো কমবে রাস্তার ধারণক্ষমতা বাড়বে যানজট। বিষয়টি বিআরটিএ জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়