শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ’র ইন্তেকাল, বাদ জোহর জানাযা

সুজন কৈরী ও মহিব আল হাসান : উপমহাদেশের খ্যাতনামা কন্ঠ শিল্পী, বাংলাদেশের অহংকার শাহনাজ রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বা‌রিধারার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় স্বামী রহমতুল্লাহ তার পাশে ছিলেন। তাদের ছেলে ফয়সাল হোসেন ও মেয়ে সিনথিয়া। ছেলে ইউএসএ ও মেয়ে ইংল্যান্ডে বসবাস করেন। তারা দেশে ফিরলেই দাফন হবে।

শাহনাজ রহমতুল্লাহর ননদ নাহার আবেদ জানান, মরহুমার নামাজে জানাজা রোববার বাদ জোহর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে বনানীর সামরিক কবরস্থানে।

মাত্র ১১ বছর বয়সে ১৯৬৩ সালে রেডিও এবং চলচ্চিত্রের গানে যাত্রা শুরু করেন শাহনাজ রহমতুল্লাহ। ১৯৬৪ সালে টেলিভিশনে প্রথম গান করেন। শাহনাজের বড় ভাই সুরকার আনোয়ার পারভেজ ছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের বন্ধু। সে সুবাদে শাহনাজদের বাসায় যেতেন। ফলে শাহনাজের অনেক গান গাজীর লেখা আর আনোয়ার পারভেজের সুরে। আনোয়ার পারভেজ ছাড়াও আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন শাহনাজ।

শাহনাজের আরেক ভাই ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও গায়ক জাফর ইকবাল।

একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল, এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়সহ অসংখ্য গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়