শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনের বিরুদ্ধে যোগানো আত্মবিশ্বাস নিয়ে ফিলিস্তিনের মোকাবেলা করবে বাংলাদেশ

আক্তারুজ্জামান : বাংলাদেশ ফুটবল দলের যে খেলাটা গতকাল শুক্রবার দেখা গেছে সেই খেলাটাই দেখতে চাইছে দেশের ফুটবল ভক্তরা। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লড়ছে জেমি ডের শিষ্যরা। সেখানে বাহরাইনের বিপক্ষে ১-০ গোলে হারলেও লড়াই করেছে দল। খেলোয়াড়দের মধ্যে এই লড়াকু মনোভাবটা বজায় থাকবে বলে আশাবাদী কোচ জেমি ডে। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল রোববার ফিলিস্তিনের মুখোমুখি হবে জনিরা।

ইংলিশ কোচ জেমি ডের অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোলস যেন বদলে গেছে। গত বছরের মাঝামাঝি দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে বাংলাদেশ দলের উন্নতি। খেলোয়াড়দের শরীরী ভাষায় ফুটে উঠেছে হার না মানার মানসিকতা, লড়াই করে যাচ্ছেন শেষ পর্যন্ত। এ ছাড়া অন্যান্য ম্যাচেও বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছেন দলের তরুন তুর্কিরা। যা অব্যাহত আছে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বেও।

বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ১১১। আর বাংলাদেশ ১৯২। র‌্যাঙ্কিংয়ের বিচারে ৮১ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আন্দাজ করা হয়েছিল শুরু থেকেই পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক কৌশলে যাবেন জেমি। তা না করে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়ে সমান তালে লড়াই করার সাহস দেখিয়েছেন। শিষ্যরাও দিয়েছে প্রতিদান।

৪৪ দেশের কঠিন বাছাইপর্ব শেষে চূড়ান্ত পর্বে খেলবে ১৬টি দেশ। স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে যোগ হবে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ। গ্রুপ ‘বি’ থেকে পরিষ্কারভাবে চূড়ান্তপর্বের টিকিটের লড়াইয়ে এগিয়ে বাহরাইন ও ফিলিস্তিন। দেখা যাক কোনো অঘটন ঘটাতে পারে কি না বাংলাদেশ এবং তা করতে হলে আগামীকাল ফিলিস্তিনির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়