শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে পৃথক ঘটনায় দু’ শ্রমিকের মৃত্যু

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর: পিরোজপুরে পৃথক দুর্ঘটনায় দু’শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে কচাঁ নদীতে জাহাজ থেকে পাথর আনলোড করার সময় একটি লোহার খুটি ভেঙ্গে পরে জাহাজের শ্রমিক ইসমাইল হোসেন মারা গেছেন।

ইসমাইল নেয়াখালী জেলার সুবর্নচর গ্রামের রহমাতুল্লার ছেলে। সে জাহাজে সিগনাল ম্যান হিসেবে দায়িত্ব পালন করত। স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. সাকায়েত হোসেন জানিয়েছেন সকাল ১০ টার দিকে ভেকু গাড়ি দিয়ে পাথর আনলোড করার সময় ইসমাইল হোসেন পাশে দাড়িয়ে ছিলেন। এসময় ভেকুর ধাক্কা লেগে জাহাজের একটি লোহার খুটি ভেঙ্গে তার গায়ে পড়ে। জাহাজের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে জেলার মঠবাড়িয়ায় উপজেলায় শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে জাকির হোসেন তালুকদার নামে একজন নিহত হয়েছেন। নিহত জাকির উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের মৃত হযরত আলী তালুকদারের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত জাকির হোসেন শুক্রবার রাতে রাজ মিস্ত্রির কাজ শেষে স্থানীয় মিরুখালী বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মিরুখালী-আমুয়া সড়কের পাশের একটি চাম্বল গাছ ভেঙ্গে পড়ে। জাকির ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে গ্রামবাসির সহায়তায় নিহত জাকিরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়