শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপির তেজগাঁও বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ

সুমন পাইক : অভাবের তাড়নায় চায়ের দোকানে কাজ করে শিশু কাওসার। পথ শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত ফ্রেন্ডসীপ স্কুলের নার্সারিতে পড়ে। কখনো ভাবেনি বাসে চড়ে ঢাকায় আসবে, বঙ্গবন্ধুর বাড়ি দেখবে, শিশু মেলায় বিভিন্ন রাইডে চড়বে। কিন্তু গতকাল ওর মতো আরো ১শ’ সুবিধা বঞ্চিত শিশুকে টাঙ্গাইল থেকে ঢাকায় এনে আনন্দ হাসিতে মাতিয়ে রাখে ডিএমপির তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, বঙ্গবন্ধুর জন্ম দিন পালন উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এই কর্মসূচি। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় নিয়োজিত ফ্রেন্ডসীপ স্কুলের ১শ’ শিশুকে ঢাকায় আনা হয়। প্রথমে তাদের ফুল ও চকলেট দিয়ে বরণ করা হয়। তারপর তাদের মধ্য থেকে কয়েকজনে গান ও নৃত্য পরিবেশন করে। এরপর পুলিশ-সাংবাদিকদের সঙ্গে দুপুরের খাবার খায়। এরপর বাসে চড়ে ওই শিশুদের ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শিশু জাদুঘর পরিদর্শন করানো হয়। এরপর সেখান থেকে শ্যামলি শিশু মেলা ঘুরিয়ে দেখানো হয়। এ সময় বাচ্চারা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তাদের নতুন পোশাক ও বিকেলের নাশতাও দিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের ডিআইজি হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও কৃষ্ণপদ রায়, তেজগাঁও জোনের অতিরিক্ত কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলন প্রমুখ।

উল্লেখ্য, পথশিশুদের নিয়ে গঠিত ফেন্ডশিপ স্কুলের একটির সার্বিক দায়িত্ব নিয়েছেন ডিসি বিপ্লব কুমার সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়