শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী দূষণ রোধে মাস্টার প্লান চূড়ান্ত পর্যায়ে আছে, বলেছেন ডঃ সুলতান আহমেদ

মো. আল-আমিন: পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ সুলতান আহমেদ বলেছেন, আমাদের নদীগুলোর দূষণ এখন অনেক বড় সমস্যা। এর জন্য অনেকগুলো মন্ত্রনালয় মিলে একটা মাস্টার প্লান চূড়ান্ত পর্যায়ে আছে।

নিউজ২৪ এর ‘জনতন্ত্র গণতন্ত্র’ আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, নানাবিধ কারণে আমাদের ভূর্গভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবহারের পর থেকে আমাদের সেই পানির স্তরটা স্থিতিশীল নেই। এটা উঠা-নামা করছে।

আমাদের ন্যাশনাল সাসটেইনএবল স্ট্রাট্রিজি ২০১৩সহ অন্যান্য আইন ও রির্পোট সর্বত্রই বলা হচ্ছে কিভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে উপরের স্তরের পানির ব্যবহার বাড়ানো যায়। ঢাকা শহরে জন্য প্রায় দুই কোটি মানুষের সুপেয় পানি প্রয়োজন। এর মধ্যে এক কোটি মানুষের পানির চাহিদা পূরন করা হচ্ছে মেঘনা নদীর হারিয়া পয়েন্ট থেকে পানি সংগ্রহ করে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশোধন করে।

তিনি বলেন, নদী দূষণ রোধে নৌ-পরিবহন মন্ত্রনালয় এবং বিআইডব্লিটি নদীকে অবৈধ দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করছে। এছাড়াও মাস্টার প্লান অনুযায়ী ঢাকা ওয়াসাকে একটি দায়িত্ব দেয়া হচ্ছে ঢাকার সুয়ারেজ লাইনগুলোতে ট্রিটমেন্ট প্লান্টের ব্যবস্থা করা। বর্জ্য ব্যবস্থাপনার কাজ দেয়া হবে সিটি কর্পোরেশনকে। নদীর তলদেশ থেকে দূষিত বর্জ্য উত্তোলনের কাজ করবে বিআইডব্লিউটিএ।

তিনি আরো বলেন, শিল্প ও পরিবেশ মন্ত্রনালয় পরিবেশ দূষণ রোধে একমত হয়েছে। শিল্প বর্জ্যকে কিভাবে পরিশোধন করে নদীতে ফেলা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। শিল্প মালিকদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়