শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢালিউডে নায়কদের কারণে নায়িকারা জনপ্রিয়তা পেয়েছে

মহিব আল হাসান : সিনেমার শুরুর লগ্ন থেকে চলচ্চিত্রে নায়িকাদের গুরত্ব তেমন একটা লক্ষ করা যায়নি। নায়িকারা চলচ্চিত্রে গুরত্বপূর্ণ চরিত্রে কাজ করলেও তাদের কদর তেমন একটা চোখে পড়ার মতো নয়। নায়িকাদের চেয়ে চলচ্চিত্রে নায়কদের কদরটা বেশি। সারা পৃথিবীর সিনেমা ইন্ডাস্ট্রির দিকে একই চিত্র দেখা য়ায়। হলিউড, বলিউড, টালিউড এবং ঢালিউডেও একই অবস্থা অবলোকিত হয়। তবে ঢালিউডে একটু বেশীই তার দেখা মিলে।

একটি চলচ্চিত্রে নায়কের পাশাপাশি নায়িকাদের অবশ্যই ভূমিকা রয়েছে। কিন্তু সেটা কি কখনো গুরুত্ব দেয়া হয়েছে কিংবা নায়িকার গুরুত্ব পেয়েছে? পুরুষকেন্দ্রিক সমাজে চলচ্চিত্রেও পুরুষদেরই প্রভাব চলে,সেখানে নায়িকাদেরকে নামে মাত্র রাখা হয়। একটি চলচ্চিত্রে নায়িকারা না কখনো চরিত্রে ব্যপ্তিতে এগিয়ে থাকে,না পারিশ্রমিকে। তারা কোনটায়তে নায়কদের চেয়ে এগিয়ে থাকতে পারেনা। এখানে সেভাবেই দৃষ্টি ভঙ্গি তৈরি করা রয়েছে।

যুগে যুগে এই ঢালিউডে নায়িকারা হয় কোনো পরিচালক,না হয় কোনো প্রযোজক নয়তো কোনো নায়কের আবদ্ধে নিজেকে বন্দী করে ফেলে। এখানে জুটিপ্রথার মাধ্যমে নায়িকারা নিজেদেরকে একজন নায়কের কাছে নিজের অস্তিত্ব সঁপে দিচ্ছেন। যা একসময় তার ক্যারিয়ারের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় দেখা যায় একই প্রযোজনা সংস্থায় কিংবা একই পরিচালকের নির্দেশনায় কাজ করতে করতে তাদের সীমাবদ্ধতা তৈরী করে ফেলে,যার জন্য অন্য প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালক কাজ করতে অনীহা প্রকাশ করে।এভাবে করে নায়িকারা সব সময় অন্যের ছত্রছায়ায় নিজেকে রাখতে রাখতে নিজেকে পরাধীনতায় জড়িয়ে ফেলে।এমন উদাহরণ হাজারো আছে।

আজ এই দৈন্য অবস্থার জন্য কি এই পুরুষ সমাজ দায়ী নাকি নায়িকারা নিজেরাই? এই অবস্থার মধ্যে দিয়ে তুবও নিজে গুনী মেধাবী শীর্ষ স্থানে নিয়ে যেতে নিরন্তর এক লড়াইয়ে মেতে উঠেন। কিন্তু এই কঠিন সমাজে চলচ্চিত্রে পুরুষদের পাশে নিজেদেরকে কতোটা সফল ভাবে প্রকাশ করতে পারে? সময়ের পরিক্রমায় এখনো সেই দৃশ্যপট রয়ে গিয়েছে এতোটুকুও বদলায়নি আজও। এই পরিক্রমা থেকে উত্তরণের পথ না বের হয়েছে না চেষ্টায় করেছে! যার জন্য আজও কোনো নায়িকা কোন সিনেমায় থাকবে,কার নায়িক পরিচয় বহন করবে তা পূর্ব নির্ধারিত হয়ে থাকে। একটি চলচ্চিত্র ব্যবসা সফল হলে তার পূর্ণ কৃতিত্ব গিয়ে পড়ে নায়কের ভাগ্যে। এখানেও নায়িকারা উপেক্ষিত।

একজন সফল নায়কের ভর করে একজন নায়িকা তার ক্যারিয়ার এগিয়ে নিতে তৎপর থাকেন। চলচ্চিত্রের সোনালী যুগেও একই চিত্র দেখা গিয়েছে সেখানে রাজ্জাক-কবরী, রাজ্জাক-শাবানা, আলমগীর-শাবানা, ফারুক-ববিতা, ফারুক-রোজিনা, ওয়াসিম-রোজিনা জুটিগুলো গড়ে উঠেছে ঠিকই। কিন্তু এখানে নায়ককেন্দ্রিক সিনেমাতে নায়িকারা কতোটুকুই বা নিজেদের স্বাধীনতা নিতে পেরেছেন! তাদেরকেও সেই প্রতিষ্ঠিত নায়কদের উপর নির্ভরশীল হতে হয়েছিলো। নব্বই দশকে আধুনিক চলচ্চিত্রের নতুন নতুন নায়ক নায়িকাদের আবির্ভাব ঘটে।

'চাঁদনী' সিনেমা দিয়ে নাঈম-শাবনাজ জুটির যাত্রা শুরু হয়। এরপর থেকে এই জুটি বেশ কিছু সিনেমাতে একসাথে কাজ করেন। যদিও শাবনাজ নিজে সালমান শাহ,বাপ্পারাজ,অমিত হাসান এদের বিপরীতে কাজ করেছেন কিন্তু নিজেকে নায়ক নাঈমের মাঝে আটকে রেখেছেন।শেষ পর্যন্ত বাস্তব জীবনে তিনি নাঈমেকেই বিয়ে করে চলচ্চিত্রকে বিদায় জানান।

আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী প্রথম চলচ্চিত্রে সালমান শাহ'র সাথে জুটি হয়ে কাজ করলেও পরবর্তীতে তাদের ব্যক্তিগত সমস্যায় তারা চারটির বেশী আর চলচ্চিত্রে অভিনয় করেননি। পরবর্তীতে মৌসুমী ওমর সানীর সাথে জুটি হয়ে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেন কিন্তু এই জুটি তেমন সাফল্য পাচ্ছেনা এবং ওমর সানীর সাথে প্রেম পরে বিয়ে মৌসুমীর ক্যারিয়ার তখন পড়তির দিকে। এমন সময় মৌসুমী নির্ভর হোন ন মান্নার উপর। তার সাথে সফল জুটি হয়ে নিজের ক্যারিয়ার সচল করেন।

আরেক সফল নায়িকা শাবনূর। তিনি নিজে একজন গুণী অভিনেত্রী হলেও বরবরাই তিনি ছিলেন নায়ক নির্ভর নায়িকা। সালমান শাহর সাথে সফল জুটি হয়ে বেশ এগুচ্ছিলেন কিন্তু আচমকা সালমান শাহর মৃত্যু তার ক্যারিয়ারের জন্য বিপদ সংকেত হয়ে দাঁড়ায়। এই অবস্থা কাটিয়ে তিনি পরবর্তীতে রিয়াজ ফেরদৌস শাকিব খানদের সাথে জুটি বেঁধে নিজেকে এগিয়ে চলেন।

বুনোসন্দরী নায়িকা পপি,তিনিও নায়ক নির্ভর হয়ে কাজ করে গিয়েছেন শাকিল খান,মান্না,রুবেল,শাকিব খান বর্তমানে তার সাথে তেমন জনপ্রিয় নায়ক না থাকায় সাফল্যে খরা যাচ্ছে।

পূর্নিমা নামেই তিনি যত আলো কিন্তু তিনি নিজে অন্যের আলোয় আলোকিত হয়েছেন বারে বার। চলচ্চিত্রের অশ্লীলতা ঘোর অন্ধকারে আচ্ছন্ন তখন একদল নায়িকারা প্রযোজক পরিচালকদের কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়ে। তারা কাজের আশায় অর্থের জন্য একের পর এক অশ্লীল সিনেমায় অভিনয় করেন, এ তালিকায় ছিলেন-মুনমুন, মূয়রী,পলি,ঝুমকা,সায়লা,নদী মৌসহ আরো অনেকে।

পরবর্তীতে যেকয়জন নতুন নায়িকা আসছে তার মধ্যে আলোচিত নাম অপু বিশ্বাস। যিনি বেশীরভাগ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে জুটি হয়ে কাজ করেছেন। এখানেও তাকে পুরোপুরি শাকিব নির্ভর হয়ে কাজ করতে হয়েছে। সিনেমাগুলোর সাফল্য এবং একের পর এক সিনেমায় অভিনয় করা সব হয়েছে শাকিব খানের কল্যানেই। শাকিবের সাথে বিয়ে বিচ্ছেদের পর বর্তমানে অপুর হাতে তেমন কোনো চলচ্চিত্রই নেই। তিনি বর্তমানে বিজ্ঞাপন স্টেজ শো নিয়ে ব্যস্ততা কাটাচ্ছেন। বর্তমানে চলচ্চিত্রে তার ক্যারিয়ার নিম্মগামী।
শাকিব খানের আরেক নায়িকা বুবলী,সেও সেই শাকিব খানে ছত্রছায়াতে নিজের ক্যারিয়ার গড়ছেন। শাকিব বিহীন তার হাতে কোনো চলচ্চিত্রই নেই।

মাহিয়া মাহী এক জনপ্রিয় নাম কিন্তু তারও একই অবস্থা। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া দিয়ে তার চলচ্চিত্রে প্রবেশ,তাই সে ছিলে পুরোপুরি জাজ কেন্দ্রিক। যার জন্য জাজ থেকে বেরিয়ে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে প্রাণপণে লড়ে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থার আরো অন্যান্য নায়িকা নুসরাত ফারিয়া এখন নিজে সতন্ত্রভাবে পরিচিত করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন,জলি জাজের তিনটা চলচ্চিত্রে কাজ করলেও বর্তমানে সে বেকার। জাজের আরেক আবিষ্কার পূজা চেরী প্রথম থেকে সাফল্য পেলেও বর্তমানে জাজের কর্ণধার আব্দুল আজিজ আত্মগোপনে থাকায় তারও ক্যারিয়ার শংকিত।

এভাবে চলতে থাকলে নায়িকারা কোনো দিনেই তারা তাদের ন্যায্যটা পাবেনা। অন্যের উপর নির্ভরশীল হয়ে বেশীদিন টিকা যায় না।নায়কদের ভিরে তাদেরকে সঠিকভাবে প্রকাশ করতে হবে। সমানে সমান সাফল্য এনে দিতে পারে তাদের প্রাপ্য সম্মান তাদের সমান গুরুত্ব। তাহলেই সেদিন হবে নায়িকার ভূমিকা। নয়তো তাদেরকে সিনেমার শোপিচ হয়ে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়