শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হায়দরাবাদকে সাকিব, আমার উপর ভরসা রাখতে পারেন

স্পোর্টস ডেস্ক : সব জল্পনা কল্পনা শেষে শনিবার রাতে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিনই খেলা আছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের। ওই দিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে সাকিবরা।

ইতিমধ্যে হায়দরাবাদে যোগ দিয়েছেন সাকিব। ম্যাচ খেলতে সতীর্থদের সঙ্গে পৌঁছেছেন কলকাতায়। ইডেন গার্ডেনে হবে দুই দলের লড়াই। হাজির হয়েছেন তিনিও। স্বাভাবিকভাবেই চেনা মাঠে উপস্থিত হয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে ৭ মৌসুম কলকাতার হয়ে খেলেন তিনি। নতুন মৌসুমে প্রথম ম্যাচে সাবেক দলের বিপক্ষে খেলতে কলকাতায় ফিরে স্মৃতি রোমন্থন করলেন টাইগার সুপারস্টার। হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন মনের সুপ্ত কথা।

সাকিব বলেন, কলকাতায় ফিরে এলাম। ইডেন গার্ডেনে প্রচুর দর্শকের সমাগম হয়। এত দর্শকের সামনে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। আসন্ন ম্যাচ খেলতে আমরা মরিয়া।
গেল আসরে রানার্সআপ হয় হায়দরাবাদ। তাতে অসামান্য অবদান ছিল সাকিবের। এ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এজন্য ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়