শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুর সোয়া ১ কিলোমিটার দৃশ্যমান, স্প্যান বসেছে জাজিরা প্রান্তে ৮ টি, মাওয়ায় ১ একটি, চলতি মাসেই বসছে আরও একটি

স্বপ্না চক্রবর্তী : সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর কাজের ৭৩ শতাংশ অগ্রগতি হয়েছে। আগামী মাস থেকে কাজের গতি আরও বাড়বে। নদীতে এখন ১৪টি পিলার সম্পূর্ণ প্রস্তুত, ফলে আগামী মাস থেকে গড়ে দুটি করে স্প্যান বসানো সম্ভব হতে পারে বলেও জানান তিনি।

শনিবার এ প্রতিবেদককে তিনি জানান, এ মাসের ভেতরেই আরও একটি স্প্যান বসানোর প্রস্তুতি রয়েছে আমাদের। রোড ও রেলওয়ের স্ল্যাবও বসানো হয়েছে কিছু অংশে। তিনি বলেন, সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল সেতু তৈরি হবে ৪২টি পিলারের উপর। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি খুঁটি থাকবে। ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানির ওপর আর ডাঙায় থাকবে ২টি খুঁটি।

প্রকল্প পরিচালক বলেন, ডাঙ্গার খুঁটি দুটি সংযোগ সড়কের সঙ্গে মূল সেতুকে যুক্ত করবে। সেতুর পুরোটাই স্টিল ও কংক্রিট স্ট্রাকচারে তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেতুর ওপরে থাকবে কংক্রিটিং ঢালাইয়ের চার লেনের মহাসড়ক আর তার নিচ দিয়ে যাবে রেললাইন।

২০২০ সালের মাঝামাঝিতেই সবগুলো স্প্যান বসে যাবে জানিয়ে তিনি বলেন, সব ঠিকঠাক থাকলে ২০২০ সালেই উদ্বোধন হবে পদ্মা সেতু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়