শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার রামারবাগ শাহী মসজিদ এলাকায় শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামারবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের মোস্তফা গ্রুপ ও গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল রাত ৮টার দিকে মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াসউদ্দিনের লোকজন। পরে ফিরে যাওয়ার সময় মোস্তফা গ্রুপের লোকজন খবর পেয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে গিয়াসউদ্দিন গ্রুপের লোকজনদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে একজন নারীসহ ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যান্যদের শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়