শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলায় তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৩

ইউসুফ আলী বাচ্চু : উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৩৩ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে। এতে মোট ৩৩ জন চেয়ারম্যান বিনাপ্রতিন্দ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। এছাড়া নয়জন ভাইস চেয়ারম্যান ও ১৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলাগুলো হলো- কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর, মুজিবনগর, কালীগঞ্জ, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝড়া, মুলাদী, হিজলা, নলছিটি, বোরহান উদ্দিন, শিবচর, কালকিনি, শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভোদরগঞ্জ, ড্যামুডা, গোয়ালন্দ,মানিকগঞ্জ সদর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, কালীগঞ্জ, পলাশ, মিঠামইন, মতলব উত্তর, মতলব দক্ষিন, হাজীগঞ্জ, আনোয়ারা, উখিয়া।

তৃতীয় ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫ জেলার ১২৭ টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে। তবে কোর্টের আদেশে দশটি উপজেলার ভোট স্থগিত হয়েছে। ফলে ২৪ মার্চ ভোট হবে ১১৭ টি উপজেলায়।

তৃতীয় ধাপের ভোটের তফসিল অনুযায়ী, এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ছিল ৭ মার্চ পর্যন্ত। ইসির সিদ্ধান্ত আনুযায়ী, উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আগামি ৩১ মার্চ এবং পঞ্চম ধাপের ভোট হবে ১৮ জুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়