শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবই তো বেদখল : নিরাপদ সড়ক হবে কি করে?

মোহাম্মদ হাশেম : ১. প্রথমটিতে ফুটপাথ দখল করে আছে লোহালক্কড়ের দোকানের মালামাল। ফুটপাথেই হচ্ছে লোহালক্কড় ওয়েল্ডিং ও কাটিংয়ের কাজ! (কী ভয়ানক!) এর বাইরে রাস্তার কিছুটাও দখল করে আছে হোন্ডা, ভ্যান গাড়ি , সময় সময় লোহালক্কড় লোড-আনলোড করার ট্রাক-মিনি ট্রাকও। রাস্তার অপর পাশেও অনেকটাজুড়ে রিকশা, ভ্যান গাড়ি ইত্যাদির সারি। এর বাইরের খোলা জায়গাটুকু দিয়ে চলছে দুই দিকের নানা ধরনের যানবাহন, রিকশা-ভ্যান ইত্যাদি। এর ভেতর দিয়েই ফাঁকে ফাঁকে চলাচল করছে পায়ে হাঁটা মানুষজন ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী! ২. দ্বিতীয় রাস্তাটিরও এক পাশের টাইলস করা ফুটপাথ দখল করার পরও মূল রাস্তারও কিছুটাজুড়ে নানা ধরনের ভ্রাম্যমাণ দোকান ও দাঁড়ানো রিকশা-ভ্যানগাড়ির সারি। রাস্তার অন্য পাশেরও কমবেশি একই অবস্থা! রাস্তার অবশিষ্ট দিয়ে চলাচল করছে দু’দিকগামী সব ধরনের যানবাহন এবং জীবনের ঝুঁকি নিয়ে পথচারী মানুষজন!

৩. এই রাস্তাটিকে বলা যায় একটি বাস এবং ট্রাকস্ট্যান্ড। সবসময়ই রাস্তার অনেকটা দখল করে থাকে সারি সারি বাস এবং ট্রাক! এর ফাঁক গলেই চলাচল করে মানুষজন ও চলমান যানবাহন! এ অবস্থা শুধু এই তিনটি রাস্তার নয়। রাজধানীর ছোট-বড় প্রায় সকল রাস্তারই একই অবস্থা। অনেক রাস্তা আছে কেবল দু’টি গাড়ি স্বাচ্ছন্দ্যে আড়াআড়ি চলাচল করতে পারে। কিন্তু দু’দিকের ফুটপাথ তো বটেই, রাস্তার দু’পাশ দখল করে আছে সারি সারি ভ্যানগাড়ি দোকানসহ আরো নানা কিছু। অনেক রাস্তার উপরে বসে মাছ-মাংসসহ নিয়মিত পুরোপুরি বাজার। অনেক রাস্তার দু’পাশ বরাবর, অনেক ক্ষেত্রে দুই সারি করে দ-ায়মান বাস-ট্রাকসহ নানা ধরনের যানবাহন! অবাক করা ব্যাপার হচ্ছে, ফুটপাথ দখল করে দোকানগুলোতে জ্বলজ্বল করে জ্বলছে বিদ্যুতের আলোও! এই বিদ্যুৎ সংযোগ এরা পেলো কী করে ?

নিরাপদ সড়ক! নিরাপদ সড়কের আন্দোলন! প্রশ্ন হচ্ছে, সকল রাস্তা এবং রাস্তার ফুটপাথগুলোকে দখলমুক্ত করে এর প্রতি ইঞ্চি সকল প্রকার যানবাহন ও পথচারী মানুষজনের নির্বিঘেœ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে না পারলে নিরাপদ সড়ক হবে কী করে ? ‘নিরাপদ সড়কে’র দাবিতে শিক্ষার্থীদের গত আন্দোলন এবং সে আন্দোলনের পাশে দাঁড়ানো সুশীলজনদের কতো প্রতিক্রিয়া দেখলাম! ১৯ মার্চ বাসচাপায় আরেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর ‘নিরাপদ সড়কে’র দাবিতে আবারো ছাত্র সমাজের গর্জে ওঠা এবং তাদের দাবির পক্ষে সুধীজনসহ নানা মহলের নানা প্রতিক্রিয়া চলমান আছে। কিন্তু ‘নিরাপদ সড়কে’র অন্যতম প্রধান শর্ত বা মূল কাজ ফুটপাথসহ সড়কগুলোর প্রতিটা ইঞ্চি মানুষজন ও সকল প্রকার যানবাহনের নির্বিঘœ চলাচল নিশ্চিতকরণের ব্যাপারে না আন্দোলনকারী, না সুধীজনসহ নানা মহল, কারো কোনো প্রতিক্রিয়া বা উদ্যোগ নেই! তাহলে নিরাপদ সড়ক হবে কী করে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়