শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর সদরে আচরণবিধি লঙ্গন করে নৌকার পক্ষে মোটর সাইকেল মহড়া

জহিরুল ইসলাম শিবলু: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রতীকের পক্ষে মোটর সাইকেল মহড়া করেছে জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।

শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেলযোগে এ শোডাউন করা হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহড়ার লাইভ করেন জেলা ছাত্রলীগের সভাপতি।

নির্বাচন কমিশনের উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৯ এর ১৩ ধারার ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে- কোন ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোন প্রকারের মিছিল বাহির করিতে পারিবে না কিংবা কোনরূপ শোডাউন করিতে পারিবে না।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, কোন প্রার্থী মিছিল বা শোডাউন করতে পারবেন না, এটি করলে তা হবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। কেউ যদি আচরণ বিধি লঙ্ঘন করে এসব কাজ করে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়