শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নিবার্চনকে সামনে রেখে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুইদিন জাহাজ চলাচল বন্ধ

ফরহাদ আমিন: আগামী ২৪ মার্চ তৃতীয় দফায় অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, নর্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার ও রবিবার এ দুইদিন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এরমধ্যে আগামী ২৪ মার্চ রোববার উপজেলা পরিষদের নিবার্চনের দিন ভোট গ্রহনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে সোমবার থেকে পূর্ণরায় জাহাজ চলাচল আবার শুরু হবে।

উপজেলা নিবার্চন কাযালয় সূত্র জানায়, নিবার্চনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী (নৌকা), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ (আনারস) ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটরসাইকেল) প্রতীকে নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আটজন ও নারী ভাইস চেয়ারম্যান পথে তিনজন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮০৮জন। এরমধ্যে পুরুষ ৭২ হাজার ৬৫৭ ও নারী ভোটার রয়েছেন ৭৩ হাজার ১৫১জন।

সূত্র জানায়, বতমার্নে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পযর্টক পরিবহনের কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, দি আটল্যান্টিক ক্রুজ, এলসিটি কাজল ও বে ক্রুজ নামে পাঁচটি জাহাজ চলাচল করছে। আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুইদিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে জাহাজ কর্তৃপক্ষকে।’

কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘নিরাপত্তা জনিক কারণে উপজেলা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আগামী দুইদিন জাহাজ চলাচল বন্ধ রাখার জন্য একটি চিঠি পেয়েছি। শনিবার ও রবিবার এ দুইদিন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে আগামী সোমবার থেকে পুনরায় এ নৌপথে জাহাজ চলাচল শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়