শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামিচানের কাছে এক মায়ের আবেগী আবেদন, ‘আমার ছেলেকেও তোমার মতো তৈরি করো’

আক্তারুজ্জামান : ২. নেপাল জাতীয় ক্রিকেট দলের তরুন লেগ স্পিনার সন্দীপ লামিচানে। ক্রিকেটবিশ্বে খুব বেশি সাড়া না ফেলতে পারলেও লামিচানে খেলে বেড়াচ্ছেন বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে। এতে একদিকে যেমন লামিচানের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হচ্ছে অন্য দিকে তার মাধ্যমে নেপালও ক্রিকেটীয় মাধ্যমে পরিচিতি পাচ্ছে।

৩. তবে ক্রিকেট বিশ্বে লামিচানের উঠে আসার গল্পটা একটু অন্য রকম। ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে লামিচানে বলেন তার ক্রিকেটার হওয়ার গল্প- একদিন আমার শহরে অনেক ছেলেকে ডাকি এবং বলি ক্রিকেট খেলার জন্য। যেখানে একজন তার মায়ের সঙ্গে ছিলো। তিনি আমাকে বলেন, ‘তুমি আমাদের সন্তানদের নষ্ট করছো। তুমি নিজে কিছু করছো না আর আমার সন্তানদেরও নষ্ট করছো’ তবে ঐ মুহূর্তটা ছিল আমার জন্য অনুপ্রেরণামূলক। তখন নেপালের মানুষ এভাবে চিন্তা করেছে, কিন্তু আমি যদি নেপালের জন্য কিছু করতে পারি তাহলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে?

৪. এরপর আমি নেপালের হয়ে একবছর খেলি। ভালো পারফরম্যান্সের পর আইপিএলে সুযোগ পাই। এক বছর পর আমি ঐ একই জায়গায় আবার যাই এবং তাদেরকে আবারো ডাকি। ঐ ছেলেটি আবারো তার মাকে সঙ্গে নিয়ে আসে। তবে এই সময়ে গল্পটা ছিল ভিন্নরকম। তিনি আমাকে বলেন, ‘আমার ছেলেকেও তোমার মতো তৈরী করো।’ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়