শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের উপস্থিতিতে দাঁতের যত্ন নিয়ে বিশেষ আয়োজন

মারুফুল আলম : ২) সার্বিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে মুখের রোগ। অনেকেই জানে না, রোগ-জীবানু মুখ থেকে শরীরে ছড়িয়ে পড়ার ফলে নানাবিধ শারীরিক সমস্যার সৃষ্টি হয়। ক্যাভিটিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্প্রতি ডেন্টাল ফেডারেশন (এফডিআই) এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির যৌথ আয়োজনে সঠিক নিয়মে দাঁত ব্রাশের পাশাপাশি শিশুদের দিনে-রাতে নিয়মিত দুবার দাঁত ব্রাশ করতে উৎসাহিত করা হয়। ডেইলি সান।

৩) ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানে বলা হয়, দেশের প্রতি ১০ শিশুর মধ্যে ২ জন দাঁতের রোগে আক্রান্ত। শুধুমাত্র নিয়মিত দাঁত ব্রাশের মাধ্যমে ৮০ শতাংশ দাঁতের রোগ দূর করা সম্ভব।

৪) অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে প্রতিনিয়ত অগণিত মানুষ শুধুমাত্র মুখ গহ্বরের সঠিক যত্ন না নেয়ার কারণে নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে পরিবার ও সমাজের বোঝা হয়ে পড়ে।

৫) ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের পরিচালক নাফিস আনোয়ার হাতুড়ে ডাক্তারদের ব্যাপারে সবাইকে সচেতন করেন। সেইসঙ্গে দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে সনদপ্রাপ্ত ডেন্টিস্টদের গুরুত্ব তুলে ধরেন।

৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ধূমপান ও তামাকজাত পণ্য থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, ওরাল ক্যান্সার থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর কাজে ডেন্টিস্টদেরকেও এগিয়ে আসতে হবে।

৭) সম্মেলনে ৪০ জন শিশুসহ সারাদেশ থেকে আসা প্রায় ৩ হাজারের অধিক ডেন্টাল সার্জন, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়