শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৭:৪৯ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপিতে যোগ দিলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক: ২. খেলার ২২ গজ ছেড়েছেন অনেক আগেই। মাঠ ছাড়ার পর রাজনীতির আঙ্গিনায় নতুন ইনিংস শুরু করলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। শুক্রবারই কেন্দ্রের শাসকদল বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তিনি।

৩. এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে বিজেপিতে আসেন গম্ভীর। তারকা ক্রিকেটারকে বিজেপিতে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। গম্ভীরের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভারতকে দু’টি বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম কারিগর গম্ভীর ক্রিকেটের মাঠে নিজের কার্যকরীতা প্রমাণ করেছেন। এবার রাজনীতির মাঠে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চলেছেন।’

৪. রাজনীতিতে পা দিয়ে গম্ভীর বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাবশালী নেতৃত্বে আনুপ্রাণিত হযেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিই। বিজেপিতে আমাকে জায়গা করে দেওয়ার জন্য জেটলি স্যার, রবিশংকর স্যারকে ধন্যবাদ। দেশের স্বার্থে আমি সবসময় কাজ করতে চাই। আমি দলের প্রত্যাশা পূরণে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

৫. এর আগে গম্ভীর জানিয়েছিলেন, ‘ক্ষমতার পিছনে দৌড়ানো আমার রক্তে নেই। সত্যি কথা বলতে কোনদিন রাজনীতিতে আসব, এমন কোনও সুপ্ত বাসনা কখনও ছিল না। সত্যিই যদি কোন দিনও রাজনীতির চৌকাঠে পা রাখতে হয়, সেক্ষেত্রে আমার ক্রিকেটীয় কৃতিত্ব যেন বিবেচনা না করা হয়। মানুষ গম্ভীরকে দেশ গড়ার কারিগড় বলে মনে করলে তবেই যেন আমায় ভোট দেন।’ সূত্র কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়