শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৫:৪৭ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার কীভাবে দেশের কেমন ক্ষতি করছে তাদের শরিক ও প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে শুনলে বোঝা যায়, বললেন, আব্দুস সালাম

কেএম নাহিদ : ২) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বললেন, ভোট চুরির মাধ্যমে গঠিত একদলীয় সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে, গণতন্ত্রের ক্ষতি করছে। বাংলাদেশের সুনাম নষ্ট করেছে, বিশ্ব এখন আমাদের স্বৈরাচার বলছে, সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে । বৃহস্পতিবার ডিবিসি টিভির রাজকাহন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

৩) তিনি বলেন, আজদেশে আইনের শাসন সংকোচিতো হয়ে গেছে। গণতন্ত্রের কী অবস্থা, হাসানুল হক ইনু বলেন ‘নির্বাচনকে যথাযত মর্যাদায় নিয়ে যেতে হবে, রাষ্ট্রেযন্ত্রের বিভিন্ন অংশ দেশের ওপর নিয়ন্ত্রন করে তাহলে রাজনৈতিক দল কেবল নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনায় অপ্রাসঙ্গিক হয়ে যাবে’।

৪) তিনি আরো বলেন, সবচেয়ে হতাশাযনক কথা প্রধান নির্বাচন কমিশনার ভোটের অনিয়ম নিয়ে কী বললেন যদি তার কথাটা শুনি তাহলে এই সরকারের আসল রূপটা বের হয়ে যাবে।

৫) প্রধাণ নির্বাচন কমিশন বললেন, ‘কারা সে জন্য দায়ী, তাদের কী করা যাবে,তাদের সেই শিক্ষাদীক্ষা দেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনারের নেই, এবং সেই ভাবে বলার সুযোগও নেই, কী কারণে হচ্ছে, কাদের কারণে হচ্ছে কারা দায়ী’। এসব বিষয় আলোকপাত করলে, এই সরকার যে প্রশাসনের সহযোগিতা ভোট চুরি করেছে,তার প্রমাণ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়