শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত, আহত ৫

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০হাজার ইয়াবা, দেশী তৈরি ৮টি অস্ত্র ও ২০টি কার্তুজ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার এজাহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ(৪০)ও পৌরসভার জালিয়া পাড়ার আব্দুল শুক্কুরের ছেলে নুরুল আমিন(৩০) এরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট। শুক্রবার ভোররাতে টেকনাফ সদর ইউপিস্থ রাজারছড়া পাহাড়ের পাশে এ ঘটনা ঘটে।

এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন,এ এস আই সঞ্জীব, কনস্টেবল আল আমিন, সাইফুল ইসলাম, এরশাদুল ও সব্বির।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটককৃত ব্যক্তিদেরকে ব্যাপক জিজ্ঞেসাবাদে জানতে পারে টেকনাফ সদর ইউপিস্থ রাজারছড়া পাহাড়ের পাশে ইয়াবা ও অস্ত্র মজুদ রাখার খবরে অভিযানে গেলে। এসময় তাদের সহযোগিরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই গুলি চালায় পুলিশ ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হৎলে ঘটনাস্থল তল্লাশি করে দুই মাদক ও বিকাশ হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৫পুলিশ সদস্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ২০হাজার ইয়াবা, দেশি তৈরি ০৮টি অস্ত্র, ২০টি কার্তুজ উদ্ধার করা হয়। নিহত নুর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১০টি মামলা, নুরুল আমিনের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৩টি মামলা রয়েছে। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়