শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছ তাজা দেখাতে মেশানো হচ্ছে বিষাক্ত রং

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিষাক্ত রং মিশিয়ে অবাধে বিক্রি হচ্ছে সামুদ্রিক নানা প্রজাতির মাছ। রং মেশানো এসব মাছের মধ্যে রয়েছে পোপা, লইট্যা, পুষ্প গুরা, ছোট চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ক্রেতারা তাজা মাছ মনে করে বেশি দাম দিয়ে এসব বিষাক্ত রং মেশানো মাছ কিনে নিয়ে প্রতারিত হচ্ছে।

উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করতে আসা সব ধরনের মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। জানা গেছে, বিশেষ করে সাগরের সন্নিকটে সাহেরখালী সুইচ, ডোমখালী সুইচ, বামনসুন্দর সুইচ, মুহুরী প্রজেক্ট সুইচ, মিয়াজন ঘাট দিয়ে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ কূলে নিয়ে আসে জেলেরা।

আর কিছু অসাধু ব্যবসায়ীরা অল্পদামে ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরণ করে। সেসব মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে উপজেলার বিভিন্ন বাজারে, খেয়ারহাট, আবুতোরাব, বড়তাকিয়া, মীরসরাই, মিঠাছরা, জোরারগঞ্জ, বারইয়াহাটসহ বিভিন্ন পাড়া মহল্লায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে। কিন্তু কোন প্রকার পদক্ষেপ নেয়নি কোন প্রশাসন।

এই ব্যাপারে মীরসরাই মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম চৌধুরী বলেন, বাজারে মাছে ক্ষতিকারক রং মেশানো বিষয়ে সব সময় তৎপর। এসব রং শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে আমরা ভোক্তা অধিকার আইন এবং মৎস্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করে থাকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়