শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ১০:০৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা দিলে সরকারের অসুবিধা কী প্রশ্ন করেছেন, আবদুস সালাম

রুহুল আমিন : ২. বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার জোরপূর্বক ভাবে কারাগারে রেখেছে। যা সম্পূর্ণ সাজানো মামলা। উনি এখন অনেক অসুস্থ্য। হাটঁতে পারেন না, মাঝে মধ্যে বমি করছেন। উনার দ্রুত উন্নত মানের চিকিৎসা প্রয়োজন। কিন্তু উনার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক না।

৩ . বৃহস্পতিবার ডিবিসির রাজকাহনে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা একটি। যেখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে অসুস্থতায় ভুগছেন। উনার চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায় না। আর বিএনপিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। একজন সাধারণ কয়েদি হিসেবেও উনার চিকিৎসা ব্যবস্থা করা হয়নি।

৪. আবদুস সালাম বলেন, আমাদের পক্ষ হতে বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়া হোক। কিন্তু সরকার এতে ভ্রুক্ষেপ করছে না। উনাকে ইউনাইটেড হাসপাতালে নিলে সরকারের অসুবিধা কী আমরা বুঝতে পারি না।

৫. তিনি বলেন দেশে আজ গণতন্ত্র,আইনের শাসন নেই। এটা শুধু বিএনপির কথা না। এটা তাদের শরিক দলগুলোর পক্ষ হতেই বলা হচ্ছে। যার কারণে মানুষের আজ ভোটাধিকার নেই। মানুষের ভোট এখন আর আওয়ামী লীগের লাগে না। যেটা সাম্প্রতিক উপজেলা নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে। যার কারণে জনগণ এখন কেন্দ্রে ভোট দিতে যায় না। তাই উপজেলা নির্বাচনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবার হিড়িক পড়েছে। জনগণের এখন আওয়ামী লীগের প্রতি আস্থা নেই। স্বয়ং সিইসি বলেছেন, বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করলে ভোটার বাড়তো। তাই ভোটার উপস্থিতি কম। তার মানে জনগণ বিএনপির প্রতি আস্থা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়