শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ালমার্টের একটি শার্ট এবং ফুট্ওভারব্রিজে আবরার হত্যার স্মৃতি!

সওগাত আলী সাগর : রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে অসাধারণ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলো কানাডার সিবিসি টেলিভিশন। ওয়ালমার্টের কোনো একটি স্টোর থেকে একটি শার্ট কিনে সেটি নিয়ে রিপোর্টার মার্ক কেলি গিয়েছিলেন ঢাকা। শার্টের লেবেলের সূত্র ধরে তিনি খুঁজে বের করেছিলেন কোন্ ফ্যাক্টরিতে শার্টটি বানানো হয়েছিলো। সিবিসির অনুসন্ধানে দেখা গেলো, কালো তালিকাভুক্ত একটি ফ্যাক্টরিতে এই শার্টটি তৈরি হয়েছে। সিবিসি রিপোর্টার খুঁজে বের করলেন ফ্যাক্টরির মালিক সেই সময়কার বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম।

শার্টটি নিয়ে রিপোর্টার গেলেন আতিকুল ইসলামের কাছে। আতিকুল ইসলাম বললেন- কোন শার্ট কোথায় তৈরি হয়- এটা তো বলা সম্ভব নয়। রিপোর্টার যখন জানালেন- এটি তার কারখানায়ই তৈরি, তিনি তখন শার্টটি দেখতে চাইলেন। শার্টটি হাতে নিয়ে গিয়ে বসলেন- নিজের চেয়ারে। তারপর শার্টটি ফেরত দিলেন রিপোর্টারকে।

প্রতিবেদনের শেষ দিকে এসে রিপোর্টার জানালেন- আতিকুল ইসলাম শার্টটি নিয়ে তার ট্যাগ এবং কানাডীয়ান ইম্পোর্ট বারকোড নম্বরের ওপর কালি লেপ্টে দিলেন যাতে এটি যে তার কারখানায় তৈরি হয়েছে সেটি আর বের না করা যায়। নাছোড়বান্দা রিপোর্টার পরের দিন আবার গেলেন আতিকুলের কাছে। জানতে চাইলেন. শার্টের লেবেলগুলো কেন তিনি নষ্ট করে দিয়েছেন। আতিক অস্বীকার করলেন। সেই আতিক এখন ঢাকার মেয়র। ওয়ালমার্টের শার্টের বারকোড নষ্ট করে ফেলার মতোই তিনি কি ভেবেছিলেন- ফুট্ওভারব্রিজে আবরার হত্যার স্মৃতিকে তিনি মুছে ফেলবেন! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়