শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল সমর্থকদের বিক্ষোভ, কিরনকে বাফুফে থেকে বহিস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক : ২. দেশের প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি করা করার অভিযোগে গ্রেফতার হওয়া ফিফা ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে একদল ফুটবল সমর্থক। সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের সামনে বিক্ষোভ করেছে তারা।

৩. বৃহস্পতিবার বিকেলে ‘ফুটবল সমর্থক’ ব্যানারে মতিঝিলের স্থানীয় ক্লাবের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও কয়েকঘণ্টা বিক্ষোভ করেন। বাফুফের নারী উইঙ্গের প্রধান মাহফুজা আক্তার কিরণ এখন জামিনে আছেন।

৪. এদিকে, প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা তদন্ত কমিটি আগামী সপ্তাহে বৈঠক করবে বলে জানা যায়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

৫. উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আদালতে মামলাটি করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স। শুনানি শেষে ওইদিন মামলাটি আমলে নিয়ে কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মাহফুজা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়