শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলছে হিমালয়ের বরফ: বেরিয়ে আসছে অসংখ্য মৃতদেহ

নিউজ ডেস্ক : ২) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে গিয়ে অসংখ্য পর্বাতারোহী প্রাণ হারিয়েছেন। বরফেই ঢাকা পড়ে আছে তাদের মরদেহ। তবে এখন হিমালয় পর্বতমালার খুম্বু হিমবাহ গলতে থাকায় বেরিয়ে আসছে বিভিন্ন সময় মারা যাওয়া এমন অসংখ্য পর্বতারোহীর মরদেহ। হিমালয়ের চীনা অংশে এসব মরদেহ সংগ্রহের কাজ শুরু করেছে প্রশাসন।

৩) নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান অং শেরিং শেরপা জানান, বৈশ্বিক উষ্ণতার কারণে দ্রুত গলছে বরফের স্তর। ফলে পর্বতের বিভিন্ন অংশে বরফের নিচে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা মৃতদেহগুলো এখন বেরিয়ে আসছে।

৪) তিনি বলেন, ‘এখন পর্বতারোহণের মৌসুম চললেও এভারেস্টের বিভিন্ন ক্যাম্প পর্যন্ত মরদেহগুলো বহন করে নিয়ে আসতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এসব মরদেহ উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আর এতে খরচও পরে প্রায় পর্বত সমান।’

৫) অং শেরিং আরো জানান, অনেক পর্বতারোহী মৃত্যুবরণ করলে নিজেদেরকে পাহাড়েই সমাধিস্থ হতে পছন্দ করেন। ফলে তাদের মরদেহ নামানোতে কোনও উদ্যোগ নেয়া হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়