শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ আয়োজনে বিশ্বে মিরপুর স্টেডিয়াম ষষ্ঠ স্থানে

স্পোর্টস ডেস্ক: ২. ‘হোম অব ক্রিকেট’ বলা হয় বাংলাদেশের মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামকে। ২০০৬ সাল থেকে এই ভেন্যুতে এখন পর্যন্ত মোট ১০৮টি ওয়ানডে ম্যাচ সম্পন্ন হয়েছে। যেটি ওয়ানডে ম্যাচ আয়োজনে বিশ্বে স্টেডিয়ামে ষষ্ঠ তালিকায় অবস্থান করছে।

৩. তবে সবথেকে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করার বিশ্বরেকর্ডটি দখলে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি। ১৯৮৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ভেন্যুতে। চলতি মাসের ২২ তারিখে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি এই ঐতিহাসিক মাঠেই অনুষ্ঠিত হবে।

৪. এদিকে তালিকার দ্বিতীয় এবং তৃতীয়তে আছে অস্ট্রেলিয়ার দুটি স্টেডিয়াম। ১৫৬টি ম্যাচ আয়োজন করার মাধ্যমে দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৭৯ সাল থেকে এই স্টেডিয়ামটিতে ওয়ানডে অনুষ্ঠিত হয়ে আসছে।

৫. ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত ১৪৯টি ওয়ানডে আয়োজন করার রেকর্ড আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের। তালিকার তৃতীয়তে অবস্থান এই স্টেডিয়ামটির। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠটি রয়েছে চতুর্থতে। ১৯৯২ থেকে মোট ১৪৭টি ওয়ানডে আয়োজন করেছে স্টেডিয়ামটি। অপরদিকে শ্রীলঙ্কার প্রেমাদাসা রয়েছে এর পরের স্থানে অর্থাৎ পঞ্চমে। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়