শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য-উপাত্ত না দেওয়ায় থমকে আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত

হ্যাপি আক্তার : ২) বাংলাদেশের তদন্ত সংস্থা  সিআইডি গত বছরের শেষের দিকে ফিলিপাইন সরকারের কাছে রিজার্ভ চুরির ঘটনা সম্পর্কে কিছু তথ্য-উপাত্ত চায়। দফায় দফায় যোগাযোগ করা হলেও ফিলিপাইন সরকারের সাড়া না মেলায় ঝুলে আছে মামলার চার্জশিট দেয়ার কার্যক্রম। পারষ্পরিক আইনী সহযোগিতা বা মিউটুয়াল লিগ্যাল এ্যাসিসটেন্সের অংশ হিসেবেই এ সহযোগিতা চেয়েছিল সিআইডি, বলছেন তদন্ত সংশ্লিষ্টরা। - ইনডিপেডেন্ট টেলিভিশন।

৩) রিজার্ভ চুরির ঘটনা অর্থ উদ্ধারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি নিউইয়র্কের সাউদার্ন কোর্টে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলায় আরসিবিসিসহ ম্যানিলার সাতটি প্রতিষ্ঠান, ১৫ ব্যক্তি ও ১৫ অজ্ঞাতব্যক্তিকে আসামি করা হয়। এক মাস পর ম্যানিলার মাকাতি সিটির রিজিওনাল ট্রায়াল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ১৯ লাখ ডলার ক্ষতিপ‚রণ দাবি করে মানহানির মামলাটি করে আরসিবিসি।

৪) সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, একটি দেশে কোনো ঘটনা ঘটলে সে ক্ষেত্রে একটি দেশের নাগরিকদের নাম ঠিকানা যাচাই করতে হয়। রিজার্ভ চুরির তদন্তের কাজ বিদেশের। তবে এরইমধ্যে সিআইডি তাদের তদন্ত কার্যক্রম এগিয়ে রেখেছে।

৫) জানা যায়, বিদেশী সংস্থা-দেশি-বিদেশী মিলে কমপক্ষে ২০ থেকে ২৫ জনকে আসামি করে চার্জশিট দেবার পরিকল্পনা তদন্ত সংশ্লিষ্টদের। রিজার্ভ চুরির ঘটনার সাথে যেহেতু ফিলিপাইন, শ্রীলংকা, জাপান, চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত সেকারণে দেশগুলোর কাছে আদালতের মাধ্যমে তথ্য-উপাত্ত চাওয়া হলেও সেখান থেকেও মিলছে না কোন সাড়া। সম্পাদনা : মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়