শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৫:৪৭ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পোশাক শ্রমিকদের গাজীপুরে সড়ক অবরোধ

মিলটন খন্দকার, গাজীপুর : বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ না করে গাজীপুর মহনগরের তিন সড়ক এলাকার ইন্ট্রামেক্স কারখানা ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। সকাল ১১টা পর্যন্ত ওই অবরোধ চলছিল। এতে ওই সড়কের চান্দনা-চৌরাস্তা থেকে শহরের শিববাড়ি মোড় পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়।

কারখানার সহকারি (উৎপাদন) ব্যবস্থাপক মো: আবু তসলিম জানান, স্টাফদের ৬মাসের বেতন এবং শ্রমিকদের ৩মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের কয়েক দফা তারিখ ঘোষণা করেও তা প্রদান করেনি। সর্বশেষ ২০মার্চ বেতন দেয়ার আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ তা না দিয়ে বৃহস্পতিবার আসতে বলে। কিন্তু বৃহস্পতিবার কারখানায় গিয়ে ফটকে তালা ও অর্নিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিয়ে শ্রমিকরা পাশের ঢাকা-গাজীপুর সড়কে বসে ও শুয়ে পড়ে অবরোধ তৈরি করেন। এতে ওই পথে সকল গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার সুয়িং সেকশনের অপারেট সেলিনা বলেন, কয়েক দফা তাদের বকেয়া বেতন প্রদানের আশ^াস দিলেও কারখানা কর্তৃপক্ষ তা রক্ষা করেনি। গত জানুয়ারি থেকে বর্তমান মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধ না করেই বৃহস্পতিবার কারখানায় তালা ও বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। বেতন না দেয়ায় বাড়ি ভাড়া, দোকান বাকি, সন্তানদের স্কুল বেতন বকেয়া পড়েছে। এজন্য পাওনাদারদের কথা শুনতে হচ্ছে। পাওণা পরিশোধ না করতে পেরে অপমানিত হতে হচ্ছে। সম্প্রতি এ অপমানের জ্বালা সইতে না পেরে লাভলী নামের এক শ্রমিক কয়েকদিন আগে আত্মহত্যা করেছে।

গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেছে। তাদের সড়ক থেকে সরাতে চেষ্টা করা হচ্ছে। তিনি আরো জানান, শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কারখানা মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর সিনিয়র এএসপি মো: মকবুল হোসেন জানান, এ ব্যাপারে মালিকের সঙ্গে কথা হয়েছে। মালিক জানিয়েছেন, অর্থ সংকটের কারণেই তিনি বকেয়া পরিশোধ করতে পারছেন না। অর্থ সংস্থানের সম্ভাবনার কারণেই কয়েকবার বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তার ব্যবস্থা করতে না পেরে কারখানাটিতে বৃহস্পতিবার বন্ধ নোটিশ টানিয়ে দেয়া হয়েছে। সকাল ১১টার দিকেও শ্রমিকরা সড়কে অবস্থান করে অবরোধ করে রেখেছে।

তবে বিষয়টি জানতে কারখানার জিএম মো: মজিবুর রহমানের ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়