শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে পরীক্ষামূলকভাবে গম চাষে কৃষকদের উৎসাহ বৃদ্ধি

সাত্তার আজাদ, সিলেট: গমচাষে নিরুৎসাহিত কৃষকদের উৎসাহিত করতে সিলেটে স্থানীয় কৃষি বিভাগ উঠেপড়ে লেগেছে। ফলে এবার সিলেটে গম চাষ করা হয়েছে ১ হাজার ৩৪৪ হেক্টর জমিতে। অতিবৃষ্টি না হলে বাম্পার ফলনের আশা করছে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে এবার পরীক্ষামূখক গম চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৭৪০ হেক্টর। অবশেষে কৃষকদের চাপাচাপি করে গম আবাদ করা গেছে ১ হাজার ৩৪৪ হেক্টর জমিতে। ধানের মধ্যবর্তী তৃতীয় ফসল এটি।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মো. ইলিয়াস জানান, সিলেটে কৃষকরা গম চাষে একেবারেই নিরুৎসাহিত। তার কারণ হল সিলেটে গম উৎপাদন ভালো হয়না। অবিবৃষ্টির কারণে ফলন নষ্ট হয়ে যায়। এছাড়া সিলেটে আমন কাটা হয় দেরিতে। ফলে গম চাষের সময় চলে যাওয়াতে পরে সেই জমি খালি পড়ে থাকে। এবার আমন উৎপাদনের সময় কৃষকদের বিনা-৭ লাগাতে উৎসাহিত করা হয়। এতে আগেই আমন কেটে সেই জমিতে গম উৎপাদন করা গেছে। বৃষ্টিপ্রবন এলাকা এই সিলেটে শুধু অতিবৃষ্টি না হলে গমের ফলন ভালো হবার আশা করা যায়।

সিলেট বিভাগের চার জেলায় এবার পরীক্ষামূলক গম চাষ করা হয়েছে। এতে সিলেটে ২৪০ হেক্টর, মৌলভীবাজারে ৬৩ হেক্টর, হবিগঞ্জে ৪৮০ হেক্টর ও সুনামগঞ্জে ৫৬১ হেক্টর জমিতে গম চাষাবাদ করা হয়েছে। ধামের মধ্যবর্তী তৃতীয় ফসল গম চাষ দেখে কৃষকরাও বেশ উৎসাহিত হচ্ছেন বলে জানালেন কৃষি কর্মকর্তারা।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান জানান, কৃষকদের নানাভাবে উৎসাহ দিয়ে এবার সিলেটে ১ হাজার ৩৪৪ হেক্টর জমিতে গম চাষ করা গেছে। এবার যে ফলন হয়েছে শুধু অতিবৃষ্টি না হলে উৎপাদন দেখে অন্য কৃষকরাও গম চাষে উৎসাহিত হবেন বলে আশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়