শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন নেতারা মাঠে নামবেন

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারও দাবি করেন তারা। পাশাপাশি তারা ঘোষণা দেন পরিবহনখাতে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামা, চুক্তিতে গাড়ি চলাচল বন্ধসহ কয়েকটি পদক্ষেপ নেয়ার।

বুধবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় পরিবহন নেতারা এ ঘোষণা দেন। এর আগে গত বছরের জুলাইয়ে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর সৃষ্ট ছাত্র আন্দোলনকালেও একই রকম ঘোষণা দিয়েছিলেন পরিবহন নেতারা। তখন তারা বলেছিলেন, চুক্তি নয় বরং বেতনে গাড়ি চালাবেন চালকরা। বাস মালিকরা এই নিয়ম না মানলে ব্যবস্থা নেয়া হবে। তখন কয়েকদিন মাঠেও নামেন পরিবহন নেতারা।

সাম্প্রতিক সময়ে ঢাকার পরিবহন খাতে অস্থিরতা নিয়ে বুধবার এ সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় মঙ্গলবার রাজধানীর কুড়িলে আবরারের মৃত্যু এবং এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি উঠে আসে পরিবহন নেতাদের বক্তব্যে। সভায় ধর্মকে সাক্ষী রেখে চুক্তিতে গাড়ি না চালানোর বিষয়ে মালিক ও শ্রমিকদের শপথ পড়ানো হয়।

এ ছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহকে আহ্বায়ক ও বাংলাদেশ সড়ক পরিহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সাদিকুর রহমান হিরুকে সদস্য সচিব করে ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। সভায় পরিবহন খাতে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠে আসে।

সভার সভাপতি এনায়েত উল্যাহ বলেন, একজন বাবা সন্তানকে নিয়ে জেব্রা ক্রসিং পার হচ্ছিলেন। তাদের দেখে একটি গাড়ি থেমে গেল। আরেকটি গাড়ি ব্রেক না করে বাবার সামনে পুত্রকে নিয়ে গেল। বাবার কাঁধে সন্তানের লাশ মর্মান্তিক ও কষ্টকর। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঢাকা উত্তর সিটির মেয়রের নির্দেশের পর সুপ্রভাত কোম্পানির গাড়ি বন্ধ করে দিয়েছি। তবে যে গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটির রুট পারমিট ও ফিটনেস ছিল। হালকা যানের লাইসেন্সধারী ওই বাসটি চালাচ্ছিল।

তিনি চালকদের ভারী লাইসেন্স দেয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়ে বলেন, এক বছর গাড়ি চালানোর পর পরীক্ষায় পাস করলে তাকে ভারী গাড়ি চালকের লাইসেন্স দিতে হবে। তিনি চালকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাতে পরামর্শ দেন।

সভায় আজমেরী পরিবহনের চেয়ারম্যান ইসমাঈল হক বলেন, সড়কের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ চালকের মাদক সেবন। চালকদের প্রতি আমার অনুরোধ, মাদক সেবন করে গাড়ি চালাবেন না। মালিকদের অনুরোধ করব, চালকদের নির্দিষ্ট সময় বিশ্রাম দেবেন। লাইসেন্স ছাড়া কারও হাতে গাড়ি তুলে দেবেন না। এতে দুর্ঘটনা কমে আসবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন বাবু বলেন, শিক্ষার্থী মৃত্যুর দায় যারই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দায়ীর যে সাজা হওয়ার দরকার তা দেওয়ার দাবি জানাই। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বাসের রেষারেষি বলে উল্লেখ করেন তিনি।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সাদিকুর রহমান হিরু বলেন, যখন একটা ভবিষ্যৎ হারিয়ে যায় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমার সন্তান যদি এভাবে দুর্ঘটনায় হারিয়ে যায় তাহলে কী হতো সেই পরিণতি সব মালিক-শ্রমিককে ভাবতে হবে। দুদিন পরপর সড়কে দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে, এ নিয়ে আন্দোলন হচ্ছে- এর দায়দায়িত্ব আমাদেরও আছে। এর থেকে কোন প্রক্রিয়ায় বের হব, তা বের করতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু পুলিশ সদস্য কাগজ চেক করার জন্য নয়, টাকার জন্য গাড়ি থামায়। অনেক গাড়ির সব কাগজপত্র থাকার পরও তারা হয়রানি করে। আবার অনেক মালিকের গাড়ি ধরে না। তাদের কাগজপত্র না থাকার পরও গাড়ি চলতে দেয়। এসব আমরা পাহারা দেব। সাধারণ শ্রমিকদের শৃঙ্খলার মধ্যে আনতে সপ্তাহে দু-চার দিন মালিক ও শ্রমিক নেতাদের রাস্তায় নামার অনুরোধ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়