শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকলায় ১ মাস ২০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

তপু হারুন, শেরপুর : শেরপুরের নকলা উপজেলার ধামনা গ্রামে দাফনের ১মাস ২০ দিন পর কবর থেকে সাইদুল হক (৩৫) নামের এক কৃষকের লাশ উত্তোলন করা হয়েছে। ২০ মার্চ বুধবার সকালে ধামনা গ্রামে নিহতের পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর বিকেলে নিহত সাইদুল হক ও তার ভাতিজা মজিবর রহমান ধামনা বাজারের উত্তর পাশে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেকর্ডিংকৃত ভাষণ ও স্বাধীনতার কিছু গান বাজাচ্ছিলেন। এ সময় একই এলাকার শফিকুল ইসলাম গংরা ওই ভাষণ ও গান বন্ধ করে দিতে চাইলে তর্ক-বিতর্কের একপর্যায়ে স্থানীয় লোকজন উভয়পক্ষকে সরিয়ে দেন। পরদিন ধামনা বাজারের যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে শফিকুল গংরা সাইদুল হকের উপর অতর্কিতে হামলা করে। পরে স্থানীয় লোকজন নকলা হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পরে সাইদুল হককে বাড়িতে নিয়ে এলে ৩১ জানুয়ারী বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

পরদিন সকালে তার লাশ দাফন করে পরিবারের সদস্যরা। এরপর নিহতের স্ত্রী শিল্পী খাতুন বাদি হয়ে গত ৬ ফেব্রুয়ারী বিজ্ঞ সিআর আমলী আদালনে ১১ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। আদালতের আদেশে ১১ ফেব্রুয়ারী নকলা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করলে শেরপুরের সি.আর আমলী আদালতের নির্বাহী হাকিম মো: হুমায়ুন কবির সাইদুল ইসলামের লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়