শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউন্সেলিং মানে পরামর্শ বা উপদেশ?

আহমেদ শরীফ শুভ : কাউন্সেলিং নিয়ে আমাদের অনেকের মধ্যেই বিভ্রান্তি কাজ করে। অনেকের ধারণা, কাউন্সেলিং মানে পরামর্শ বা উপদেশ। আর কাউন্সেলরের কাজ কোনো সমস্যা সমাধানে পরামর্শ বা উপদেশ দেয়া। বিষয়টি কিন্তু আসলে তেমন নয়। একজন প্রশিক্ষিত কাউন্সেলর সমস্যা সমাধানে কোনো পরামর্শ বা উপদেশ দেন না। তিনি আপনার মানসজগত বিশ্লেষণ করেন, আপনার সমস্যার সম্ভাব্য কারণসমূহ নির্ণয়ে আপনাকে সহযোগিতা করেন এবং সব শেষে সমস্যা সমাধানকল্পে নানা বিকল্পের সন্ধান পেতে আপনাকে গাইড করেন। সমাধানের বিভিন্ন পথের সুবিধা অসুবিধাগুলো আপনার সামনে তুলে ধরেন। কিন্তু শেষ পর্যন্ত আপনার জন্য প্রযোজ্য সমাধানটি আপনাকেই খুঁজে বের করতে হয়।

যেমন ধরুন, আপনি একটি ট্যুর প্রোগ্রামের কথা ভাবছেন।কাউন্সেলর হবেন ট্যুর গাইড, গাড়ির ড্রাইভার নন। তিনি আপনাকে বলবেন, সোনার গাঁয়ে গেলে কিভাবে যেতে হবে, কি কি দেখতে পাবেন; ময়নামতিতে গেলে কিভাবে যাবেন কি কি দেখবেন ইত্যাদি। তিনি গাড়ি চালিয়ে আপনাকে ময়নামতি কিংবা সোনার গাঁয়ে নিয়ে যাবেন না। আপনি সোনার গাঁয়ে যাবেন নাকি ময়মামতিতে যাবেন, কিভাবে যাবেন সে সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে।হ্যাঁ, আপনি যদি অবসাদ, বিষন্নতা, একাকীত্ব কিংবা অন্য কোনো মানসিক চাপে থাকেন তবে একজন প্রশিক্ষিত এবং পেশাদার কাউন্সেলরের সহযোগিতা নিন।

না, তিনি আপনাকে কোনো উপদেশ দেবেন না। আপনার সমস্যার নিবিষ্ট ¯্রােতা হবেন এবং রায়প্রবণহীন (নন-জাজমেন্টাল)ভাবে আপনাকে গাইড করবেন কঠিন সময় অতিক্রম করতে। আপনার আনন্দ-বেদনার কথা তার সাথে শেয়ার করুন। জানেন তো, ‘আনন্দ শেয়ার করলে বাড়ে আর বেদনা শেয়ার করলে কমে’? যার তার সাথে শেয়ার করবেন না, যিনি নন-জাজমেন্টাল এবং প্রশিক্ষণপ্রাপ্ত তার সাথেই শেয়ার করুন। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব (তিনি পেশাদার কাউন্সেলর হলেও)কে কাউন্সেলর হিসেবে না নেয়াই ভালো। তার পক্ষে নিজের আত্মীয় বা বন্ধুসত্ত্বা আলাদা করে নৈর্ব্যক্তিক ভাবে কাউন্সিলিং করা কঠিন। আরেকটি বিষয়, অনেকেই কাউন্সেলরকে ভুলবশত : কাউন্সিলর বলেন। দুটো কিন্তু ভিন্ন বিষয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়