শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের ষড়যন্ত্রে, চাপে এবং লোভে পড়ে অনেকেই বিএনপি থেকে পদত্যাগ করছে কিন্তু তাতে দলের কিছুই হবে না, বললেন শামসুজ্জামান দুদু

লিয়ন মীর : বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির অনেক নেতা-কর্মীই সরকারের ষড়যন্ত্রে, চাপে এবং লোভে পড়ে বিএনপি থেকে পদত্যাগ করছেন ঠিক কিন্তু তাতে বিএনপির কিছুই হবে না। বিএনপি একটি বৃহৎ দল, এখানে যাওয়া-আসার জোয়ার-ভাটা হবেই তাতে দলের কোনো ক্ষতি নেই।

তিনি আরও বলেন, যারা আসলে অরাজনৈতিক মনোভাব নিয়ে দলে এসেছিলো তারা চলে যাচ্ছে। যারা যাচ্ছে তারা যাক। এসকল নেতারা আসলে রাজনীতির অতিথি পাখি। এই অতিথি পাখিরা চলে গেলে কিছুই হবে না। আবার নতুন অতিথি পাখিরা আসবে, আবার চলে যাবে। এতে কোনো শূন্যতা তৈরি হয় না। দল থেকে পদত্যগ বা দল পরিবর্তন কোনো নতুন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, দল পরিবর্তন এবং পদত্যাগ সব দলেই আছে, আগেও ছিলো। এটা রাজনীতির চলমান একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতাও কিন্তু দল পরিবর্তন করেছে। তাতে আওয়ামী লীগের কিছুই হয়নি। যারা পরিবর্তন করেছেন তাদের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে।

বিএনপি থেকে এবার যারা পদত্যাগ করেছে তারা বেশিরভাগই ব্যবসায়ী। ব্যবসায়ীরা আসলে রাজনীতি করতে আসে না। আসে সুযোগ-সুবিধা গ্রহণ করতে। বিএনপি যেহেতু এখন ক্ষমতার বাইরে তাই তারা সুবিধা করতে পারছে না বলে চলে যাচ্ছে। হয়তো অন্য দলে সুবিধার আশায় যাবে, আবার সেখানে সুবিধা করতে না পারলে আবার অন্য দলে যাবে। এরা এভাবে ঘোরাঘুরির মধ্যেই থাকে। এদের কোনো প্রকৃত রাজনৈতিক দর্শন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়