শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব জেলার ছোট নদী ও জলাশয় পুন:খননের পরিকল্পনা সরকারের

আসাদুজ্জামান সম্রাট : ২) ডেল্টা প্যান-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের ৬৪টি জেলায় খাল, জলাশয় ও ছোট নদীগুলোর নাব্যতা বৃদ্ধি, পানি ধারন ক্ষমতা বাড়ানো, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ ও জীব-বৈচিত্র্য সংরক্ষনের লক্ষ্যে ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন করার পরিকল্পনা নিয়েছে সরকার।

৩) বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দ্বিতীয় বৈঠকে এতথ্য জানানো হয়। কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ইসমাত আরা সাদেক, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহিবুর রহমান মানিক অংশ নেন।

৪) বন্যার কবল থেকে হাওর অঞ্চলের ফসল রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের গৃহীত কার্যক্রম এবং বিমান বন্দরের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

৫) বৈঠকে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলাধীন বিভিন্ন হাওর বোরো ফসল আগাম বন্যার কবল হতে রক্ষার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আওতায় মোট ৫২টি হাওরসহ অন্যান্য হাওর উপপ্রকল্পের ডুবন্ত বাঁধ নির্মাণ করেছে।

৬) এছাড়াও বৈঠকে জানানো হয় যে, দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা বিশ্বে বাংলাদেশকে বিমান চলাচলের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলাসহ প্রতিবেশী দেশের সাথে আকাশপথে যোগাযোগ ব্যবস্থার অধিকতর উন্নয়নের লক্ষ্যে ঢাকার আশে পাশে সর্বাধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’’ শীর্ষক নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সেলক্ষ্যে এ প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্ত জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোইই কোম্পানি লিমিটেড কাজ করছে।

৭) বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়