শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তত ২ বছর গ্যাসের দাম বৃদ্ধি নয়, বললেন বিজিএমইএ সভাপতি

স্বপ্না চক্রবর্তী : ২. বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে শিল্পে জ্বালানির মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব সম্পর্কিত বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, কোনভাবেই এখন শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধি করা যোক্তিক হবে না। এতে উৎপাদন খরচ বাড়বে। পোশাকখাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

৩. বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ এর এই যৌথ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ।

৪. এসময় মো. সিদ্দিকুর রহমান বলেন, গণশুনানীতে শিল্পে গ্যাসের মূল্য বর্তমানে প্রতি ঘনফুট ৭ দশমিক ৭৬ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ দশমিক ৪ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুয়ায়ি গ্যাসের মুল্য বৃদ্ধি পাবে ১৩২ শতাংশ। এতে শিল্পে উৎপাদান খরচ বৃদ্ধি পারে প্রায় ৫ শতাংশ। আমরা মনে করি এই প্রস্তাবনা শিল্পের প্রবৃদ্ধি ও বিকাশের সঙ্গে সাংঘর্ষিক।

৫. সিদ্দিকুর রহমান বলেন, প্রতি বছর ৫ শতাংশ হারে এখাতে মজুরি বাড়ছে। গত ডিসেম্বর থেকে নূন্যতম মজুরী ৫২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। এর উপর যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৪ থেকে ২০১৮ সালে আমাদেরপোশাকের দরপতন হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ এবং ইউরোপে দরপতন হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। তাই আমরা চাই অন্তত দুই বছর শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি যেন না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়