শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ীতে ওয়ার্কাস পাটির চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গত ১৮ তারিখে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন , উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দিতাকারী ওয়ার্কাস পাটির মনোনিত (হাতুড়ী মার্কা) চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম শিকদার।

বুধবার বেলা ১২ টায় পৌর শহরের উত্তর সুজাপুর চৌধুরীর মোড় দলিয় কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ফুলবাড়ী উপজেলা কৃষক সমিতির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ ওয়ার্কাস পাটির নেতা-কর্মিগণ উপস্তিত ছিলেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী ফুলবাড়ী ওয়ার্কাস পাটির সম্পাদক শফিকুল ইসলাম শিকদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনটি ,গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেমন গণমানুষের ভোটের প্রতিফলন ঘটেনি, তেমনি সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনেও সাধারন মানুষের আশার প্রতিফলন ঘটেনি। তিনি বলেন আওয়ামীলীগ সরকার গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যেভাবে মানুষের ভোটারাধীকার কেড়ে নিয়েছে, ঠিক একই ভাবে উপজেলা নির্বাচনেও মানুষের ভোটের বিশ্বাসকে হরণ করেছে বলে তিনি অভিযোগ করেন। পরিশেষে আগামী দিনে নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ দলিয় প্রশাসনকে দিয়ে নির্বাচন না করার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়